ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রভাব খাটানোর অভিযোগ

নওগাঁর হর্টিকালচার ভবন নির্মাণে অনিয়ম

প্রকাশিত: ০৪:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

নওগাঁর হর্টিকালচার ভবন নির্মাণে  অনিয়ম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ ফেব্রুয়ারি ॥ নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে নতুনভাবে নির্মাণাধীন হর্টিকালচার ভবন তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অবস্থাদৃষ্টে মনে হয়, এসব অনিয়ম দেখার কেউ নেই। জানা গেছে, কৃষি অধিদফতর ৩টি ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজও ইতোমধ্যে শুরু করেছে। এলাকার লোকজনের অভিযোগ, হর্টিকালচারের যে ভবন তৈরি হচ্ছে তা ড্রইং ও সিডিউল মোতাবেক কাজ হচ্ছে না। তাই এলাকার লোকজন এক পর্যায়ে কাজটি বন্ধ করে দেয়। কিন্তু মাত্র ৪ দিন পর আবারও ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজটি শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই চত্বরে ১টি অফিস ভবন, ১ টি স্টাফ কোয়ার্টার, ১ টি গার্ড ভবনসহ মোট ৩ টি বিল্ডিং তৈরির কাজ চলছে । তার মধ্যে চারতলা ফাউন্ডেশনে যে বিল্ডিংটি দ্বিতল ভবন তৈরি হচ্ছে, সেই ভবনটির সাববেজ ঢালাই করা হয়েছে ৭ ইঞ্চি ও রড ব্যবহার হচ্ছে নরমাল (নি¤œমানের)। কিন্তু ড্রইংয়ে উল্লেখ রয়েছে, সাববেজ ঢালাই করতে হবে ১ ফুট। এখন এই সাববেজকে ভেঙ্গে পুনরায় নতুন করে কাজ না করলে যেকোন সময় ছোটখাটো ভূমিকম্পেই ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
×