ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে তীব্র যানজটে নাকাল পথচারী

প্রকাশিত: ০৪:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

কেরানীগঞ্জে তীব্র যানজটে নাকাল পথচারী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি ॥ যানজটের দুর্ভোগ থেকে বাঁচতে কেরানীগঞ্জবাসীর আকুতিতে সাড়া দেয় না কোন কর্তৃপক্ষ। ঢাকা-মাওয়া মহাসড়কসহ কেরানীগঞ্জের শাখা সড়কগুলোতেও সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। অপর দিকে বুড়িগঙ্গা ২য় সেতুর ওপর সৃষ্টি হয় তীব্র যানজট। ট্রাফিক বিভাগ, রাজউক ও পরিবহন অধিদফতরের সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে পারে যানজট মুক্ত পরিবেশ। যাতায়াতে এনে দিতে পারে স্বস্তি। ঢাকা-মাওয়া সংযোগ সড়কের কদমতলী গোলচত্বর ও চুনকুটিয়া গোলচত্বরে সন্ধ্যা হলেই প্রতিদিন রাস্তা দখল করে বসে কাঁচা হাটবাজার, অবৈধ বাসস্ট্যান্ডগুলোতে যাত্রী ওঠানামা করায় অতিরিক্ত যানজটের সৃষ্টি হচ্ছে। ১০ মিনিটের পথ অনেক সময় আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা সময় লাগে পৌঁছতে। যানজটের প্রধান কারণ হলো বুড়িগঙ্গা ২য় সেতু। সেখানে কোন বাসস্ট্যান্ড নেই। তার পরও যাত্রীবাহী বাসগুলো নিয়ম নীতির তোয়াক্কা না করে নয়াবাজার সেতু থেকে মাওয়াগামী যাত্রী বহন করে। যে কারণে প্রতি দিন হাজার হাজার যাত্রী যানজটের ভোগান্তি পোহাচ্ছে। কদমতলী গোলচত্বর এলাকায় যানবাহন চলাচলের রাস্তা দখল করে ফেরিওয়ালারা পসরা সাজিয়ে বসে বেচাকেনা করার জন্য অনেক সময় সৃষ্টি হয় তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনার। রাস্তার দু’পাশে একাধিক অবৈধ কাঁচা বাজার, বাস ও সিএনজি স্ট্যান্ডসহ অবৈধ ইট বালির ব্যবসা করছে দেদারসে।
×