ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই ॥ হানিফ

প্রকাশিত: ০৪:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপিকে উদ্দেশে করে বলেছেন, আওয়ামী লীগকে আর আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগ বিএনপির আন্দোলন নিয়ে চিন্তিত নয়। তিনি বলেন, গত চার বছর ধরেই বিএনপি নেত্রী খালেদা জিয়া সরকার পতনে আন্দোলন ঘোষণা দিয়ে আসছেন। তাদের সেই চূড়ান্ত আন্দোলনের ফল জনগণ দেখেছে। তারা গর্ত্যরে মধ্যে লুকিয়ে থেকে ব্যাঙের মতো ডাক দিয়ে বিবৃতির মাধ্যমে সরকার পতনের আন্দোলন ঘোষণা করছে। জনগণ জানে বিএনপি-জামায়াতের মতো সংগঠন আওয়ামী লীগ সরকারের পতন তো দূরের কথা কিছুই করতে পারবে না। মাহবুব-উল আলম হানিফ শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলার সব উপজেলা নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। ব্লগার অভিজিৎ হত্যা প্রসঙ্গে হানিফ বলেন, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত যা করে আসছে তারই ধারাবাহিকতার অংশ এটি। সরকার যথেষ্ট কঠোরভাবে বিষয়টি মনিটরিং করছে। যেভাবে হুমায়ুন আজাদ হত্যাকা-ের বিচার করা হয়েছে সেভাবে অভিজিৎ হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে। সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসমর্থন নেই বলেই তারা সরকারের সঙ্গে সংলাপে বসার জন্য বিদেশী প্রভুদের কাছে ধরনা দিচ্ছেন।
×