ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুল কুড়াতে...

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ফুল কুড়াতে...

মাঝারি আকারের পত্রমোচী দেশী ফুলের গাছ। এ ফুল ফোটে বসন্তে। ফুলটি ৭.৫-১০ সে.মি. শিম ফুলের মতো। গাঢ় কমলা। সারাগাছ ফুলে ফুলে ভরে ওঠে। বীজ থেকে সহজেই চারা জন্মায়। বাড়েও দ্রুত। গাছগুলো যখন তাদের পাতা হারায় তখনই প্রকৃতি তার আপন নিয়মে গাছে উজ্জ্বল লাল বা গাঢ় কমলা রঙের এই পলাশ ফোটায়। ফাগুনের হাওয়ায় সেই ঝরে পড়া পলাশ ফুল রাজধানীর রমনা পার্কের ভেতরে কুড়াচ্ছেন এক নারী। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×