ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সঙ্গীত শিল্পী মুক্তার স্বপ্ন

প্রকাশিত: ০৫:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

সঙ্গীত শিল্পী মুক্তার স্বপ্ন

স্টাফ রিপোর্টার ॥ সুনামগঞ্জ জেলার মধ্যনগরের গানের পাখি খ্যাত শিশুশিল্পী মুক্তা দে এখন এক পরিণত সঙ্গীতপ্রতিভা। বাবা মায়ের পরই তার প্রিয় আন্টি কবিতা তাকে ছোটবেলা থেকে আদর করে বাঁধন বলেই ডাকেন। যে কারণে প্রিয় মা বাবার দেয়া নাম আর আন্টির দেয়া নাম যেন তার ভাললাগার ক্ষেত্রকে একাকার করে ফেলেছে। সুনামগঞ্জ জেলার ধরমপাশা থানার ডিগ্রী কলেজে প্রথম বর্ষের ছাত্রী মুক্তা। পড়াশুনাতে মেধাবী মুক্তার স্বপ্ন একজন সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। মাত্র ছয় বছর বয়সে হারমোনিয়ামকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে পড়াশুনার পাশাপাশি নিরলস সঙ্গীতের চর্চা করে চলেছেন। ওস্তাদ প্রভাত দেবনাথের কাছে রবীন্দ্র, নজরুল ও আধুনিক গানে নিয়মিত তালিম নিচ্ছেন। সঙ্গীত প্রতিযোগিতায় ইতোমধ্যে প্রথম স্থান অধিকার কয়েছেন কয়েকবার। নিজের জন্মস্থান মধ্যনগর বাজারে সঙ্গীতশিল্পী হিসেবে তার পরিচিতিটা সম্মানজনক স্থানে। মুক্তা বলেন, আমার বাবা মা আর এলাকাবাসীর সবার দোয়ায় গানকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। একদিন গানের জগতেরই বাসিন্দা হতে চাই। সেই চেষ্টাতেই আছি আমি। মুক্তার প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা ও সাবিনা ইয়াসমিন। বাবা মৃনাল কান্তি দে ও মা রীনা দে এবং বড় ভাই মিঠুন দে’র সহযোগিতায় মুক্তা এগিয়ে যেতে চান আগামীর পথে।
×