ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোর চেম্বারের নির্বাচন ১৬ মে

প্রকাশিত: ০৫:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

যশোর চেম্বারের নির্বাচন ১৬ মে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্ব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ মে ২০১৫-১৬ ও ২০১৬-১৭ দ্বিবার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের আহ্বায়ক যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার বুধবার এ তফসিল ঘোষণা করে বৃহস্পতিবার পত্রিকা দফতরে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তফসিল অনুযায়ী, ১৬ মার্চ খেলাপী সদস্যদের চাঁদা পরিশোধের সর্বশেষ সময় এবং ২৫ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে। ৯ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শেষে এ দিন থেকেই মনোনয়ন বিক্রি করা হবে। ১৯ এপ্রিল মনোনয়ন বাছাই শেষে ২০ এপ্রিল বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। আর ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ শেষে ১৬ মে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, কমিটির মেয়াদ দুইবার বৃদ্ধি করার পরও নির্বাচন করতে ব্যর্থ হয় সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলুর নেতৃত্বাধীন কমিটি। ফলে ২০১৪ সালের ১২ নবেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের অধ্যাদেশ-১৯৬১ এর ৪ ধারা এবং বাণিজ্য সংগঠনের অধ্যাদেশ-১৯৬১ এর ১০ ধারা মোতাবেক যশোরের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) চেম্বারের প্রশাসক নিয়োগ দেয়া হয়। এরপর নির্বাচন বোর্ডের আহ্বায়ক যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।
×