ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাককুলামের চোখে টানা চার

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৫

ম্যাককুলামের চোখে টানা চার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের একাদশতম আসরের সহআয়োজক নিউজিল্যান্ড। একমাত্র দল হিসেবে প্রথম তিন ম্যাচের সবতেই জয়ের দেখা পেয়েছে তারা। তবে কঠিন পরীক্ষাটা আজ। কেননা আজ যে তাদের প্রতিপক্ষ আরেক স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে প্রতিপক্ষ নয় বরং নিজেদের পারফর্মেন্স নিয়েই বেশি সতর্ক ব্ল্যাক ক্যাপসরা। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখে টানা চার জয়ের স্বপ্নে বিভোর কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে হতাশার কিছুই নেই। সম্প্রতি আমরা খুবই ভাল খেলছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও জয়ের বিকল্প ভাবছি না।’ এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন ম্যাককুলাম। গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে ১৮ বলে দ্রুততম অর্ধশতকের রেকর্ড। জ্বলে উঠতে চান অস্ট্রেলিয়ার বিপক্ষেও। তবে দল হিসেবে অস্ট্রেলিয়াও ফেবারিট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় তারা। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হয় দুই দলের। তবে ম্যাককুলাম মনে করছেন আজকের ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। দল হিসেবেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যালেন্সড। তবে অকল্যান্ডে নিজেদের মাঠে নিজেদের ভক্ত-অনুরাগীদের সামনে খেলবে ম্যাচটি। যে কারণে দারুণ রোমাঞ্চিত ম্যাককুলাম। এ বিষয়ে তার অভিমত হলো, ‘বিশ্বকাপে নিজেদের সমর্থকদের সামনে খেলব এমন স্বপ্ন দীর্ঘদিন ধরেই দেখে আসছি। অবশেষে আগামীকাল (শনিবার) হতে যাচ্ছে সেই ম্যাচটি। আমরা শুধু মাঠের এগারোজনই নয় বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ৪০,০০০ মানুষ। তাই মানুষও দারুণ উচ্ছ্বসিত।’ এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ডের সফলতম বোলার টিম সাউদি। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলার সে। ইংলিশদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাত্র ৩৩ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নেন তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে কিউইদের সেরা বোলিং ফিগার। কিন্তু ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের শীর্ষ এই পেসার বৃহস্পতিবার কাঁধে আঘাত পান। তবে কিউই ভক্তদের জন্য স্বস্তির খবর হলো টিম ম্যানেজমেন্ট জানিয়েছে সাউদির আঘাত গুরুতর কিছু নয়। যে কারণে আজ অকল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই খেলতে পারবেন তিনি। গত বৃহস্পতিবার ইডেন পার্কে ফিল্ডিং অনুশীলনের সময় সতীর্থ খেলোয়াড় এডাম মিলনের নিক্ষেপ করা একটি বল তার ডান কাঁধের পেছনে লাগে। এরপর ২৬ বছর বয়সী সাউদি ব্যথা পেয়ে মাটিতে শুয়ে পড়েন। পড়ে যাওয়া এবং সাউদির প্রতিক্রিয়ায় সতীর্থদের মধ্যে কিছুটা ভয় ছড়িয়ে পড়ে। এরপর দলের নেট অনুশীলনে আর অংশ না নিয়ে কাঁধে বরফ থেরাপি দিয়েছেন এ তারকা বোলার। আর তার ওপর আস্থা রাখছেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম, ‘তার সবকিছুই ঠিক। তাই আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই সে খেলবে।’ অকল্যান্ডের ম্যাচকে অনেকেই বিশ্বকাপের ফাইনালের রেহার্সেল বলে মনে করছেন। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণের লড়াই। শুধু তাই নয়। এ গ্রুপের কোন দল শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে যাবে তাও নির্ধারিত হবে এ ম্যাচের মাধ্যমে। এর আগে ২০১০ সালে ইডেন পার্কে একটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল কিউইরা। আজ তাই ম্যাককুলামের কাছে এটা প্রতিশোধের লড়াইও।
×