ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চোরের হামলায় আহত ৮, বাড়িতে আগুন পুলিশের গুলি

প্রকাশিত: ০৪:৩১, ১ মার্চ ২০১৫

চোরের হামলায় আহত ৮, বাড়িতে আগুন পুলিশের গুলি

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ২৮, ফেব্রুয়ারি ॥ বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামে চুরি যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে শনিবার সংঘবদ্ধ চোরদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে ৮ জন। এ ঘটনার প্রতিশোধ নিতে পাশের নটখোলা, পরমেশ্বরদী ও ময়েনদিয়ার উত্তেজিত লোকজন বেলা আড়াইটার দিকে চোরদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় অন্তত ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে বলে থানার এসআই নজরুল ইসলাম মুন্সি জানান। জানা যায়, উপজেলার ধুলপুকুরিয়া গ্রামের জাফর শেখ ও মুশা শেখের বাড়ি হতে গত ২৬ ফেব্রুয়ারি দুটি গরু চুরি হয়। পরে লোক মারফত দৈবকনন্দপুর গ্রামের আলমগীরের বাড়িতে চুরি যাওয়া গরুর সন্ধান পেলে ওইদিন ওই বাড়িতে জাফর শেখের ভাগিনা নটখোলার হবি সরদার ও ময়েনদিয়ার মান্নান মাতুব্বরসহ এলাকার লোকজন জড়ো হতে থাকলে, আলমগীরে নেতৃত্বে উপস্থিত লোকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাইম ভার্সিটিতে নবীনবরণ ২৭ ফেব্রুয়ারি প্রাইম ইউনিভার্সিটির ‘স্প্রিং সেমিস্টার-২০১৫’ এর নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রফুল্ল চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন, সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. এম আবুল হোসেন শিকদার, সদস্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান, আছিয়া জামান, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, সকল বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নবাগতসহ প্রায় পাঁচ শ’ ছাত্রছাত্রী নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিল। -বিজ্ঞপ্তি
×