ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:৫০, ১ মার্চ ২০১৫

রবীন্দ্রনাথকে নিয়ে চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ওপার বাংলার অন্যতম মেধাবী পরিচালক সুমন ঘোষ এবার রবীন্দ্রনাথের জীবনী অবলম্বনে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘কাদম্বরী’। এ চলচ্চিত্রে রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ‘কাদম্বরী’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন ওপার বাংলার প্রখ্যাত পরিচালক অপর্না সেনের মেয়ে কঙ্কনা সেন শর্মা। কলকাতার তপন থিয়েটারে এ চলচ্চিত্রের দৃশ্যধারণ চলছে। গণমাধ্যম সুত্রে এ তথ্য জানা গেছে। গণমাধ্যমকে পরিচালক জানিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তার বৌদি কাদম্বরী দেবীর মধ্যে সম্পর্ককে ঘিরেই চলচ্চিত্রটির গল্প আবর্তিত হবে। তিনি জানান, কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর চরিত্রে অভিনয় করছে কৌশিক সেন। গল্পের ভেতর নটি বিনোদিনীর চরিত্রে মঞ্চে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কাদম্বরীর মনে সন্দেহ দানা বাঁধে, এই মেয়েটির সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথের অন্তরঙ্গ সম্পর্ক আছে। ১৮৮৪ সালের ১৯ এপ্রিল আত্মহত্যা করেন কাদম্বরী দেবী। তার আত্মহত্যার কারণ জানা না গেলেও ধারণা করা হয় রবীন্দ্রনাথের হঠাৎ বিয়ে কাদম্বরীকে বিচলিত করে তুলেছিলো। কাদম্বরী দেবীর অকাল মৃত্যু রবীন্দ্রনাথের মনে গভীর দাগ ফেলে। বিভিন্ন সময় চিঠি, গান, কবিতায় তা ব্যক্তও করেন বিশ্বকবি। সুমন ঘোষের ‘কাদম্বরী’ চলচ্চিত্রে এই বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ চলচ্চিত্রে রবীন্দ্রনাথ কতটা মূর্ত হয়ে ওঠেন সেটাই এখন দেখার বিষয়।
×