ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষার মূল লক্ষ্য ভাল মানুষ হওয়া ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৯, ২ মার্চ ২০১৫

শিক্ষার মূল লক্ষ্য ভাল মানুষ হওয়া ॥  অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১ মার্চ ॥ রবিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যয়ের নবীন-বরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিক্ষার মূল লক্ষ্য ভাল মানুষ হওয়া। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান আহরণের জায়গা। এখান থেকে সবাইকে মূল্যবান নাগরিক হয়ে বের হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে এমন কিছু করা যাবে না যার জন্য অন্যের দুঃখ কষ্টের সৃষ্টি হয়। তিনি শিক্ষার্থীদের সহ-শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। অর্থমন্ত্রী আরও বলেন, অনেক সীমাবদ্ধতা, দুঃখ কষ্টের মধ্যেও বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে স্বল্পোন্নত বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দেশে দারিদ্র্য ও ধনী-গরিবের বৈষম্য দিন দিন কমছে। মানুষের জীবন যাত্রার মানের পরিবর্তন হওয়ায় ভাগ্যের পরিবর্তন হচ্ছে। আমাদের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে ব্যাপক অগ্রগতি সাধিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে ১৩ কোটি মোবাইল ব্যবহারকারী। বাংলাদেশে গার্মেন্টস নিয়ে তেমন সমস্যা নেই। বিনিয়োগ খুবই ভাল অবস্থানে আছে। তিনি বলেন, প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে।
×