ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে যৌতুকের জন্য নববধূ জখম

প্রকাশিত: ০৪:২১, ২ মার্চ ২০১৫

বরিশালে যৌতুকের জন্য নববধূ জখম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন নববধূ ডলি বেগমকে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে অমানুষিক নির্যাতন করেছে। শনিবার রাতে পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় মহিলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ নববধূকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি নগরীর রসুলপুর এলাকার। জানা গেছে, ছয় মাস পূর্বে রসুলপুর এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের পুত্র রাজু ইসলামের সঙ্গে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের বিধবা পারুল বেগমের কন্যা ডলির বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটা অঙ্কের টাকা যৌতুকের জন্য প্রায়ই স্বামী রাজু ও তার পরিবারের লোকজন ডলি বেগমকে শারীরিক নির্যাতন করে আসছে। সর্বশেষ শনিবার দুপুরে ডলির স্বামী রাজু, শাশুড়ি তাসলিমা বেগম, ননদ রিতা ও কবিতা ধারালো ব্লেড দিয়ে নববধূ ডলির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে রক্তাক্ত জখম করে ঘরে আটক করে রাখে। ওইদিন রাতে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাডভোকেট মুনিরা বেগম, এ্যাডভোকেট কামরুন্নাহার তনু ও মাসুক কামাল নগরীর রসুলপুর এলাকার বাসায় আটক নববধূ ডলিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
×