ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:০৬, ৩ মার্চ ২০১৫

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিবাদ

গত ২২ জানুয়ারি, দৈনিক জনকণ্ঠে প্রকাশিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) জাহাজ-ইকুইপমেন্ট ক্রয়সংক্রান্ত অনিয়ম, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং চেয়ারম্যানের জামায়াত-বিএনপি সংশ্লিষ্টতা উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও মানহানিকর বলে এক প্রতিবাদলিপিতে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ, সচিব ওমর ফারুক। তিনি জানান, বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের সকল কার্যক্রম প্রগতিশীল চিন্তাপ্রসূত এবং মুক্তিযুদ্ধের পক্ষের। বিগত তিন বছরে চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বে চট্টগ্রাম বন্দর কার্যক্রম পরিচালনায়, বন্দর গড়ে ১৩% প্রবৃদ্ধিই কেবল লাভ করেনি বরং শত বিপত্তির-গোলযোগের মুখেও এ সময়ে একদিনের জন্য বন্ধ থাকেনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লয়েডসের জরিপ অনুযায়ী চট্টগ্রাম বন্দর গত ৩ বছরে বিশ্বের সেরা ১০০টি বন্দরের মধ্যে ক্রমান্বয়ে এ বছর ৮৬তম অবস্থানে উঠে এসেছে। যা স্পষ্টই চেয়ারম্যানের দক্ষ নেতৃত্বের ফল। ৩০-৪০ কর্মকর্তা বিদেশ ভ্রমণ করেছেন মর্মে যে তথ্য প্রকাশিত হয়েছে তা অসত্য। প্রকৃতপক্ষে টেন্ডারের শর্তানুযায়ী মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রি-শিপমেন্ট ইন্সপেকশনের জন্য কর্মকর্তাদের বিদেশ ব্রমণ অপরিহার্য ছিল বিধায় মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৩ কর্মকর্তা, বাংলাদেশ নৌবাহিনীর ১ কর্মকর্তা ও সমুদ্র পরিবহন অধিদফতরের ১ কর্মকর্তাসহ মোট ৫ জন বিদেশ ভ্রমণ করেন। পূবালী ব্যাংকের ১০% ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ১০১৫তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। সভায় পরিচালনা পর্ষদ ২০১৪ সালের স্থিতিপত্র অনুমোদন এবং একই বছরের জন্য ১০% ক্যাশ ডিভিডেন্ট প্রদানের সুপারিশ করেন। সভায় উপস্থিত ছিলেন পরিচালক মনির উদ্দিন আহমদ, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, মঞ্জুরুর রহমান, আহমদ শফি চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব এফসিএমএ (ইউকে) প্রমুখ। -বিজ্ঞপ্তি
×