ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাত দশক পর...

প্রকাশিত: ০৬:৪৮, ৩ মার্চ ২০১৫

সাত দশক পর...

লিথুয়ানিয়ার রাজধানীর একটি ক্যাথলিক গির্জার বেজমেন্ট থেকে সাত দশক পর জিদিশ ভাষার হাজার হাজার পা-ুলিপি উদ্ধার করা হয়েছে। এর ফলে হলোকাস্ট ও স্ট্যালিনের ইহুদীবিরোধী হত্যাযজ্ঞ থেকে রক্ষা পাওয়া পা-ুলিপিগুলো অবশেষে প্রকাশ্যে আসছে। জিদিশ ইউরোপের ইহুদীদের ভাষা। উদ্দেশ্য হলো যুদ্ধের আগে ইউরোপের পূর্বাঞ্চলে ইহুদীদের জীবন কেমন ছিল তা তুলে ধরা। -এএফপি আইএস ১৯ এ্যাসিরীয় খ্রীস্টানকে মুক্তি দিয়েছে গত মাসে অপহরণ করা এ্যাসিরীয় খ্রীস্টানদের মধ্যে ১৯ জনকে ছেড়ে দিয়েছে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার এদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। শনিবার আইএসের শরিয়াহ আদালত ২৯ এ্যাসিরীয়কে নিরপরাধ ঘোষণা করে। নিরপরাধ ঘোষিত ওই ২৯ জনের মধ্যে ১৯ জনকে মুক্তি দেয়া হয়েছে। খবর সিনহুয়ার। ২৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-হাসাকা প্রদেশের এ্যাসিরীয় এলাকায় আক্রমণ চালিয়ে এ্যাসিরীয় খ্রীস্টান সম্প্রদায়ের ২২০ জনকে অপহরণ করে আইএস জঙ্গীরা। প্রধানত তাল তামর শহর ও এর আশপাশের গ্রাম থেকে এদের অপহরণ করা হয়। প্রথম মহাকাশ সেলফি নিলামে মহাকাশে ১৯৬৬ সালের নবেম্বরে প্রথম সেলফিটি তুলেছিলেন নভোচারী বাজ অলড্রিন। সেটি ২৬ ফেব্রুয়ারি লন্ডনে এক নিলামে বিক্রি হয়েছে। দাম উঠেছে পাঁচ হাজার ৯৫২ পাউন্ড। একইসঙ্গে মহাকাশে তোলা সব ছবি মিলিয়ে নিলামে ৭০০ ছবির দাম উঠেছে চার লাখ ৮৯ হাজার ৪৪০ পাউন্ড। ১৯৬৯ সালের জুলাইতে চাঁদের বুকে মানুষের দাঁড়িয়ে প্রথম ছবি তোলা হয় এবং এটি নিল আর্মস্ট্রংয়ের। নিলামে ছবিটি বিক্রি হয়েছে তিন হাজার ৪৭২ পাউন্ডে। -পিটিআই
×