ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাধিক স্টেজ শোতে গাইবেন এন্ড্রু কিশোর

প্রকাশিত: ০৭:০২, ৩ মার্চ ২০১৫

একাধিক স্টেজ শোতে গাইবেন এন্ড্রু কিশোর

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসে কয়েকটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। আগামী ৫ মার্চ চট্টগ্রাম, ১১ মার্চ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মিলনায়তন এবং ২৮ মার্চ দিনাজপুরে গাইবেন তিনি। তবে এন্ড্রু কিশোর জানান, দিনাজপুরের স্টেজ শো সম্বন্ধে এখনও পুরোপুরি কনফার্ম নয়। এন্ড্রু কিশোর এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা শহরে স্টেজ শোতে গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়েছেন। কিন্তু ময়মনসিংহে কখনও স্টেজ শোতে অংশ গ্রহণ করেননি। এবারই তিনি প্রথমবারের মতো ময়মনসিংহে গান গাইতে যাচ্ছেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ময়মনসিংহ শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপীর বিশেষ অনুষ্ঠান মালার দ্বিতীয় দিনে এন্ড্রু কিশোর গান গাইবেন। আসছে ১১ মার্চ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এন্ড্রু কিশোর সঙ্গীত পরিবেশন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের নিউরো সার্জন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৌমিত্র সরকার। তিনি অনুষ্ঠানের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন’ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মোঃ মতিউর রহমান পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন। ময়মনসিংহের মাটিতে প্রথমবারের মতো গান গাইতে যাওয়া প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, এই ধরনের অনুষ্ঠানে গান গাইতে যাবার সুবিধা এখানেই বেশ পরিপাটি এবং গোছানো অনুষ্ঠান হয়ে থাকে। তাছাড়া ময়মনসিংহ শহরটা কখনই ঘুরে দেখার সুযোগ হয়নি আমার। ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা, মুক্তাগাছার ম-া, কাছাকাছি শহর নেত্রকোণার গয়নাথের বালিশ মিষ্টি নাকি খুব বিখ্যাত। নানা কারণেই বিখ্যাত এই শহরটিকে ঘুরে দেখার ইচ্ছে শোর ফাঁকে ফাঁকে। দেশ স্বাধীন হওয়ার পরপরই এন্ড্রু কিশোর প্রথম উল্লাপাড়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রথম স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেন। তবে প্লেব্যাকে যাত্রা শুরুর পর একজন পেশাদার শিল্পী হিসেবে মঞ্চে এন্ড্রু কিশোর প্রথম গান করেন মধুমিতা সিনেমা হলে। সেখানে তিনি চিত্রনায়িকা রোজিনাকে সঙ্গে নিয়ে মঞ্চে তার নিজেরই গাওয়া ‘এক চোর যায় চলে পেছনে লেগেছে দারোগা’ গানটি পরিবেশন করেন। প্রয়াত শিবলী সাদিক পরিচালিত ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রের এ গানটিতে সে সময় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক আলমগীর। স্টেজ শোর পাশাপাশি বর্তমান সময়েএন্ড্রু কিশোর প্লেব্যাকেও সময় দিচ্ছেন। গত মাসে তিনি আলাউদ্দিন আলীর সুর সঙ্গীতায়োজনে একটি চলচ্চিত্রে গান গেয়েছেন।
×