ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, সঙ্গে ইইউ’র কয়েকজন

প্রকাশিত: ০৫:৩৭, ৪ মার্চ ২০১৫

খালেদার কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, সঙ্গে ইইউ’র কয়েকজন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ বিভিন্ন দেশের বেশ ক’জন রাষ্ট্রদূত। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ও চলমান টানা অবরোধ-হরতাল কর্মসূচীর প্রেক্ষিতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতেই তারা এ বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে বার্নিকাট ছাড়াও ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, স্পেন, ফ্রান্স, জার্মানী ও ইতালির রাষ্ট্রদূতরা অংশ নেন। ৬ টা ৩৫ মিনিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় কার্যালয়ের গেটে তাদের স্বাগত জানান খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদের খালেদা জিয়ার কাছে নিয়ে যান। উল্লেখ্য, খালেদা জিয়া বাসা ছেড়ে গুলশান কার্যালয়ে আসার পর এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও তুরস্কের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাত করেন।
×