ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৬:১২, ৪ মার্চ ২০১৫

প্রতিবাদ

৩ মার্চ মঙ্গলবার দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘সিইসির সঙ্গে সাবেক দুই বিএনপি এমপির বৈঠক’ সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে, সংবাদের এক জায়গায় উল্লেখ করা হয়েছে ‘আধঘণ্টা বৈঠক শেষে সিইসির সঙ্গে এক গাড়িতে বের হয়ে যান’ সংবাদটি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে উল্লেখিত ব্যক্তিদ্বয় ২ মার্চ ২০১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিবের দফতরে আসেন এবং সিইসির সাক্ষাত প্রার্থনা করেন। প্রধান নির্বাচন কমিশনার ব্যস্ত থাকায় তাদের বিকেল ৩টায় সাক্ষাতের সময় দেয়া হয়। বিকেলে সাক্ষাত শেষে তারা চলে যান। প্রধান নির্বাচন কমিশনার প্রতিদিনকার মতো বিকেল ৫টার পর অফিস ত্যাগ করেন।
×