ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরের ব্যবসায়ীরা আলু পরিবহন নিয়ে দিশেহারা

প্রকাশিত: ০৬:১৮, ৪ মার্চ ২০১৫

দিনাজপুরের ব্যবসায়ীরা আলু পরিবহন নিয়ে দিশেহারা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ চলমান হরতাল-অবরোধে দিনাজপুরের কৃষকরা আলু বিক্রি করে তেমন লাভবান হতে পারেননি। ট্রাকের ভাড়া অস্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীরা দেশের অন্য প্রান্তে আলু পাঠাতে হিমশিম খাচ্ছেন। ইতোমধ্যে আলু বোঝাই ৩টি ট্রাকে আগুন দেয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আব্দুল হান্নান জানান, জেলার ১৩টি উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা ৪৩ হাজার হেক্টর জমিতে আবাদ করে প্রায় সাড়ে ৮ লাখ মেট্রিক টন উচ্চ ফলনশীল ও স্থানীয় জাতের আলু উৎপাদন করেছেন। সদর উপজেলার বাঙ্গীবেচা ও বিরল উপজেলার রানীপুকুরের কৃষক আনিসুর রহমান ও রফিকুল ইসলাম বলেন, হরতাল-অবরোধে সিংহভাগ কৃষক আলুর ন্যায্যমূল্য পায়নি। অধিক মুনাফার কারণে এবার আলু চাষে আগ্রহ থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে লাভের পরিমাণ খুবই কমেছে। তারা বলেন, দিনাজপুরের আলু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালসহ দেশের অন্যান্য এলাকায় যায়। কেননা দিনাজপুরের আলুর মান খুবই ভাল। কিন্তু অবরোধের জন্য ট্রাকের ভাড়া অত্যাধিক হওয়ায় আলু চাষীরা দেশের অন্য প্রান্তে আলু পাঠাতে আগ্রহী হননি।
×