ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গণবিয়ের গীর্জা...

প্রকাশিত: ০৬:৪৩, ৪ মার্চ ২০১৫

গণবিয়ের গীর্জা...

বিয়ে মানেই পারস্পরিক আস্থা ও বিশ্বাসের প্রতীক। তবে গণবিয়ে একটু ভিন্নতা আনে। আর এ কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে দক্ষিণ কোরিয়ার রাজধানীর সিউলের ইউনিফিকেশন চার্চ। গির্জাটি ১৯৫৪ সালে সান মুয়ঙ মুন প্রতিষ্ঠা করেন। এরপর ১৯৬০ সাল থেকেই নিয়মিত গণবিবাহের আয়োজন করে আসছে এই গির্জা। তখন হাতেগোনা কয়েক যুগল অংশ নিলেও দিন দিন যুগলের সংখ্যা বেড়েই চলছে। -এএফপি
×