ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমলাকে ‘রক’ বললেন ভিলিয়ার্স

প্রকাশিত: ০৬:১৫, ৫ মার্চ ২০১৫

আমলাকে ‘রক’ বললেন ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে হাশিম আমলা ও ফাফ ডু-প্লেসিসের ব্যাটিং নৈপুণ্যে মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১ রানের বড় জয়ের স্বাদ পায় দক্ষিণ আফ্রিকা। আর আইরিশদের বিপক্ষে ম্যাচে আমলা ১৫৯ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন। ক্যারিয়ারের বিশতম সেঞ্চুরির দিনে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলে বিশতম শতরানের ইনিংস খেলার অন্যন্য এক কীর্তি গড়েন হাশিম আমলা। আইরিশদের বিপক্ষে জয়ের পর হাশিম আমলার ভুয়সী প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমলা এখনও রক। তার এমন ব্যাটিং আমাদের সবসময় প্রয়োজন। এ ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং নেপুণ্য দেখিয়েছে সে।’ মঙ্গলবার ক্যানবেরার ম্যাচে দলীয় ১২ রানেই প্রথম উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার। এর পরই দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন হাশিম আমলা ও ডু প্লেসিস। শেষ পর্যন্ত এই জুটি থেকে ২১৭ বলে ২৪৭ রান পায় প্রোটিয়ারা। আর তাতেই ৪ উইকেটে ৪১১ রানের পাহাড়ে চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচ শেষে আমলার প্রশংসা করেন প্রোটিয়া দলপতি। সেই সঙ্গে বিশ্বকাপের বাকি থাকা ম্যাচেও সে তাঁর পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমলা দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সে সবসময়ই দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়ারল্যান্ডের বিপক্ষেও তার প্রমাণ দিল সে। আশা করি বিশ্বকাপের বাকি সময়েও তার পারফর্মেন্সের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ আইরিশদের বিপক্ষে ডু প্লেসিসের ব্যাট থেকে এসেছিল ১০৯ রানের ঝলমলে ইনিংস। যে কারণে প্লেসিসের প্রশংসাও ঝরেছে ডি ভিলিয়ার্সের কণ্ঠে, ‘দুর্ভাগ্যক্রমে আমাদের শুরুটা ভাল হয়নি। শুরুতেই উইকেট হারিয়েছি। তবে আমলার সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডু প্লেসিস। এদিন তাঁর ব্যাটিংও খুব ভাল হয়েছে। টপ-অর্ডারের এমন পারফর্মেন্সে আমি খুবই খুশি। সামনে অনেক বড় ম্যাচ রয়েছে। ঐ ম্যাচগুলোতেও ভাল পারফর্ম করতে হবে আমাদের।’ বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে তিনটিতেই জয়ের দেখা পেয়েছে ডি ভিলিয়ার্সের দল। শুধু ভারতের বিপক্ষে ম্যাচে হেরে যায় তারা। আইরিশদের বিরুদ্ধে খেলছেন না চিগুম্বুরা স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে পাচ্ছে না জিম্বাবুইয়ে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুইয়ের ম্যানেজমেন্ট। আগামী শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে। ব্রিসবেনে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে থাই ইনজুরির কবলে পড়েন ২৮ বছর বয়সী অলরাউন্ডার চিগুম্বুরা। ওই ম্যাচে ২০ রানে হার মানে জিম্বাবুইয়ে। ম্যাচর একপর্যায়ে আউটফিল্ডে একটি বল ধরতে গিয়ে চিগুম্বুরা থাইয়ে চোট পান। জিম্বাবুইয়ের দলীয় বিবৃবিতে বলা হয়েছে, এমআরআই রিপোর্টে চিগুম্বুরার থাইয়ের পেশীতে যে চোট ধরা পড়েছে তাতে তাঁকে কয়েকদিনের বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে।
×