ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই সহযোগী প্রতিষ্ঠান একীভূত করবে খুলনা পাওয়ার

প্রকাশিত: ০৪:০৬, ৬ মার্চ ২০১৫

দুই সহযোগী প্রতিষ্ঠান একীভূত করবে খুলনা পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা পাওয়ারের দুই সহযোগী প্রতিষ্ঠান একীভূত করার আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সহযোগী প্রতিষ্ঠান দুটি হচ্ছে- খানজাহান আলী পাওয়ার কোম্পানি ও খুলনা পাওয়ার কোম্পানি ইউনিট টু লিমিটেড। জানা গেছে, গত ৩ মার্চ মঙ্গলবার খুলনা পাওয়ারের আবেদন অনুমোদন করেছে উচ্চ আদালত। ফলে খুলনা পাওয়ার কোম্পানি একীভূত সহযোগী প্রতিষ্ঠান দুটির সব লাইসেন্স এবং সম্পদের দেখভাল করবে। এর আগে খুলনা পাওয়ার দুই সহযোগী প্রতিষ্ঠান অধিগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি উচ্চ আদালতে আবেদন করেছিল। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×