ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে বৈঠকে সংঘর্ষ, বৃদ্ধা খুন

প্রকাশিত: ০৪:৩১, ৬ মার্চ ২০১৫

যশোরে বৈঠকে সংঘর্ষ, বৃদ্ধা খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে সালিশ বৈঠক চলাকালে সাধনা রানী (৬৫) নামে এক বৃদ্ধাকে মারপিট করে হত্যা করা হয়েছে। বুধবার মধ্যরাতে যশোর শহরতলীর ভায়না ম-লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাধনা রানী ভায়না গ্রামের কার্ত্তিক ম-লের স্ত্রী। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁরা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের ছেলে মনি শংকর জানান, নারীসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ভায়না গ্রামে সাধনা ম-লের পরিবারের সঙ্গে বিকাশ ও ভবেশের পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়। এ নিয়ে বুধবার রাত ১০টার দিকে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য বৈঠক বসে। বৈঠক চলাকালে রাত ১২টার দিকে দু’পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় একপক্ষের হামলায় সাধনা রানী, কার্ত্তিক, মনোরঞ্জন, দেবম-ল আহত হন। আহত সাধনা রানীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মেয়েলি ঘটনার জের ধরে সালিশে দু’পক্ষের বিরোধের মাঝে পড়ে সাধনা রানী নিহত হয়েছেন। এ ঘটনা পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে।
×