ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভার সেনানিবাসে এআইবিএ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৫:৪২, ৬ মার্চ ২০১৫

সাভার সেনানিবাসে এআইবিএ  কার্যক্রম উদ্বোধন

আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) সাভারের কার্যক্রম বৃহস্পতিবার থেকে সাভার সেনানিবাসে শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেয়া ভাষণে শিক্ষামন্ত্রী সেনাবাহিনীর এ ধরনের মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর পরিচালনায় এ প্রতিষ্ঠানটি ব্যবসা প্রশাসন বিষয়ে অল্পখরচে মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে; যা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ওয়াকার-উজ-জামানও বক্তব্য রাখেন। এছাড়া এআইবিএ সাভারের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শওকত হাসান (অব) অনুষ্ঠানে দেয়া তার স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। দেশে শিক্ষা কার্যক্রমের প্রসার ও উন্নতির জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তিনটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং দু’টি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) প্রতিষ্ঠার পদক্ষেপের অংশ হিসেবে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। Ñআইএসপিআর।
×