ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিয়ানমারে বিক্ষোভকালে ১৪ গার্মেন্টসকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৩, ৭ মার্চ ২০১৫

মিয়ানমারে বিক্ষোভকালে ১৪ গার্মেন্টসকর্মী গ্রেফতার

মিয়ানমারে গার্মেন্টস কর্মীদের একটি ধর্মঘট চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ১৪ শ্রমিককে সহিংসতার অভিযোগে আটক করা হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি ধারাবাহিক বিক্ষোভ যেভাবে দমন করেছে, তাতে ব্যাপক সমালোচনা হয়েছে। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানিয়েছে, দোষী প্রমাণিত হলে এই শ্রমিকদের কারাদ- হবে। এদের ৮ জন পুরুষ ও ৬ জন নারী। বুধবার বেতন বৃদ্ধির দাবিতে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার সময় তাদের গ্রেফতার করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার কয়েকশ’ কারখানা শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয়। পুলিশ এদের ছত্রভঙ্গ করে। এতে বলা হয়, দোষী প্রমাণিত হলে দাঙ্গা আইনে গ্রেফতারকৃতদের ২ বছরের কারাদ- ও জরিমানা হবে। Ñএএফপি
×