ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬৪

প্রকাশিত: ০৫:০৪, ৭ মার্চ ২০১৫

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬৪

নাইজিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশের একটি গ্রামে বোকো হারাম জঙ্গীদের হামলায় অন্তত ৬৪জন গ্রামবাসী নিহত হয়েছেন। জাবা নামের ওই গ্রামটিতে হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজন জানিয়েছেন, বোকো হারামের সশস্ত্র জঙ্গীরা গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়ার আগে পুরুষ ও কিশোরদের লক্ষ্য করে গুলি চালায়। মঙ্গলবার দিনের প্রথমভাগে এই হামলা চালানো হয়। গ্রামটির অত্যন্ত অবস্থান অত্যন্ত দুর্গম অঞ্চলে অবস্থিত। খবর বিবিসি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারাম জঙ্গীরা হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। একজন প্রত্যক্ষদর্শী বলেন, জাবা গ্রামটিতে যখন হামলা চালানো হয় তখন অনেকেই ফজরের নামাজ পড়ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী ফাতিমা আবাকা বলেন, গোলাগুলি শুরুর পর গ্রামটিতে যেন নরক নেমে আসে। আমি জঙ্গলের দিকে দৌড়ে যাই। তখন থেকে আমি আমার স্বামী ও তিন সন্তানকে দেখিনি। বিকেলের দিকে আমি গ্রামে ফিরে আসি।
×