ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে নামের মিল থাকায়...

প্রকাশিত: ০৫:০৬, ৭ মার্চ ২০১৫

কক্সবাজারে নামের মিল থাকায়...

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ নিজের ও পিতার নামের সঙ্গে মিল থাকায় উখিয়ার এক নীরিহ তরমুজ চাষীকে দুইদিন ধরে ফাঁড়িতে বন্দী করে রেখেছে পুলিশ। ক্ষেতের তরমুজ বিক্রি করতে কক্সবাজারে যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে ইনানী পুলিশ ফাঁড়ির এসআই হাবিবুর রহমান তাকে বন মামলায় ওয়ারেন্ট থাকার অভিযোগে আটক করেন। তরমুজ চাষী আবু তাহের চেপটখালীর ছৈয়দ হোছাইনের পুত্র। একাধিক মামলার পলাতক আসামি মনখালীর ছৈয়দ হোছাইনের পুত্র আবু তাহেরের বদলে নামের মিল থাকায় ওই তরমুজ চাষীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এদিকে কোন আসামিকে আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে বৃহস্পতিবার তাকে আটক করা হলেও শুক্রবারেও আদালতের দায়িত্বপ্রাপ্ত হাকিমের কাছে সোপর্দ করেনি পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, দুইজনের নিজ ও পিতার নামের সঙ্গে মিল থাকলেও মাতার নামে রয়েছে ফারাক। একাধিক বন মামলাসহ বিভিন্ন অপরাধজনক ঘটনায় মামলার পলাতক আসামি আবু তাহেরের মাতার নাম হচ্ছে আবুরছ খাতুন। তবে গ্রেফতার হওয়া নির্দোষ চাষীর মাতার নাম শাহজান বেগম।
×