ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে চব্বিশ ঘণ্টায় ৩২ রোগীর মৃত্যু ॥ এখনও তদন্ত শেষ হয়নি

প্রকাশিত: ০৫:১৮, ৭ মার্চ ২০১৫

সিলেটে চব্বিশ ঘণ্টায় ৩২ রোগীর মৃত্যু ॥ এখনও তদন্ত শেষ হয়নি

স্টাফ রিপোর্টার ॥ নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চব্বিশ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জন রোগীর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নিজেদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানিয়েছে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত সম্পন্ন না হওয়ায় প্রতিবেদন প্রকাশে দেরি হচ্ছে বলে জানা গেছে। হাসপাতালের চিকিৎসাসেবার অবহেলায় শিশুরা মারা গেছে বলে অভিযোগ করে আসছে মৃত রোগীর স্বজনরা। সূত্র জানায়, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে ১০ শিশুসহ ৩২ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ আব্দুস সবুর মিঞা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত প্রতিবেদনে কী উল্লেখ রয়েছে, সে বিষয়ে তিনি বলেন, আমাদের স্থানীয় তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কেউ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পরিচালক। গত ৯ ফেব্রুয়ারি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় দেশব্যাপী সমালোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়।
×