ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লঙ্কানদের সমীহ করছেন ক্লার্ক

প্রকাশিত: ০৫:৪৯, ৮ মার্চ ২০১৫

লঙ্কানদের সমীহ করছেন ক্লার্ক

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশতম বিশ্বকাপের স্বাগতিক দল অস্ট্রেলিয়া। চার ম্যাচে দুই জয় আর এক পরাজয়ের সৌজন্যে ৫ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তিনে অবস্থান করছে তারা। ১ পয়েন্ট বেশি নিয়ে তাদের ওপরে অবস্থান শ্রীলঙ্কার। কোয়ার্টার ফাইনালে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে সিডনিতে আজ মাঠে নামছে দুই দল। বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের অস্ট্রেলিয়া। অন্যদিকে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী লঙ্কানরা গত দুইবারই টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। তাই আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে যথেষ্ট সমীহ করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এ বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ এবং বড় বড় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অনেক সাফল্য রয়েছে। তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। রয়েছেন বেশ কয়েক অভিজ্ঞ খেলোয়াড়ও। যে কারণে যে কোন দলের বিপক্ষেই তারা কঠিন প্রতিপক্ষ। যদি তারা তাদের সেরাটা খেলতে পারে তাহলে তাদের হারানোটা খুব কঠিন।’ সিডনি ক্রিকেট গ্রাউন্ড হল অস্ট্রেলিয়ান অধিনায়কের হোম গ্রাউন্ড। তাই মাঠ নিয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার। তবে লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগে ক্লার্ক মনে করছেন সিডনির পিচ ভিন্ন আচরণ করতে পারে। যেখানে স্পিন কাজ করতে পারে বলে মনে করছেন তিনি, ‘আমি মনে করি স্পিন এই মাঠের অংশ হতে পারে। সাধারণত পেস বোলারের পরিবর্তনটা এখানে বড় অস্ত্র হতে পারে। তাছাড়া মাঠও কিছুটা বড়। বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজেই ইনজুরিতে পড়েন মাইকেল ক্লার্ক। এর ফলেই তাকে নিয়ে শুরু হয় সংশয়। তবে চোট কাটিয়ে দারুণভাবেই স্বপ্নের বিশ্বকাপে খেলছেন মাইকেল ক্লার্ক। এই প্রশ্নটা লঙ্কানদের বিপক্ষেও উঠে আসে তার সামনে। তবে ক্লার্ক সাফ জানিয়ে দিলেন এখন তিনি পুরোপুরিই ফিট, ‘আমি এখন অনেক বেশি ফিট অনুভব করছি। আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যবানও মনে করছি। সাফল্যের জন্য এখন আমি মুখিয়ে আছি। যতদূর সম্ভব আমি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সহায়তা করতে চাই। গত কয়েক মাস ধরেই অনেক সমালোচনা শুনতে হয়েছে আমাকে। তাই সামনের ম্যাচগুলো নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। দলের প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি। সবারই লক্ষ্য এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে জয় পাওয়া।’ নিজেদের ঘরের মাঠে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু পরের তিন ম্যাচে একটি করে জয়-হার ও পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। যে কারণে ৪ ম্যাচ শেষে তাদের দখলে এখন ৫ পয়েন্ট। অবস্থানের দিক দিয়ে টেবিলের তৃতীয় স্থানে। তাই কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করতে লঙ্কানদের বিপক্ষেই জয় পেতে মরিয়া স্বাগতিকরা। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানের বড় জয়টাকেও অনুপ্রেরণা হিসেবে দেখছেন এ্যারন ফিঞ্চ। এ বিষয়ে দলের এই উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, ‘টুর্নামেন্টের শেষ ম্যাচে দারুণ এক জয় পেয়েছি আমরা। এই আত্মবিশ্বাসটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও কাজে লাগাতে হবে। এ ম্যাচ জিতেই শেষ আট নিশ্চিত করার লক্ষ্য আমাদের। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা বেশ ভাল দল, এ বিষয়ে কোন সন্দেহ নেই। দু’পয়েন্ট পেতে হলে আমাদের এ ম্যাচে ভাল ক্রিকেট খেলতে হবে। দলের সবাই যার যার দায়িত্ব সম্পর্কে ভালই জানে। এ ব্যাপারে সকলের সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু ঠিকঠাক হলে ফল আমাদের পক্ষেই আসবে।’
×