ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে ২৬ সাংস্কৃতিক জোটের সম্মেলন

প্রকাশিত: ০৭:০৭, ৮ মার্চ ২০১৫

বরিশালে ২৬ সাংস্কৃতিক জোটের সম্মেলন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশালের ৩২তম বার্ষিক সাধারণ সভা ও দুই দিনব্যাপী সম্মেলন শনিবার শেষ হয়েছে। এর আগে গত শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করা হয়। ওই দিন সকাল দশটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর মুজতবা আলী। জাতীয় সঙ্গীতের মধ্যে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে এখন অস্থির অবস্থা বিরাজ করছে। প্রতিদিন মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে। রাজনৈতিক কর্মসূচীর নামে এ নারকীয় হত্যা কারও কাম্য নয়। বক্তারা সাংস্কৃতিক কর্মীদের জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে সাধারণ সভা ও সম্মেলনে জেলার ২৬টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
×