ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে চালু হলো মোটর কারখানা

প্রকাশিত: ০৩:৫৯, ৯ মার্চ ২০১৫

রাজশাহীতে চালু  হলো মোটর কারখানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রথম স্থাপিত হলো মোটরগাড়ি তৈরির কারখানা। নগরীর বিসিক শিল্প এলাকার সাত বিঘা এলাকাজুড়ে ‘নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানাটি স্থাপন করেছে নিটল-নিলয় গ্রুপ। এর ব্যবস্থাপনায় রয়েছে মিতা কোম্পানি লিমিটেড। রবিবার আনুষ্ঠানিকভাবে এ কারখানার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, হরতাল-অবরোধের নামে হত্যাকা- চালিয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। তিনি বলেন, এই আন্দোলন কোন সরকারের বিরুদ্ধে নয়, কোন নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত। শিল্পমন্ত্রী বলেন, রাজশাহীর উন্নয়নের প্রতি সরকারের একটি আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে। সরকার এ অঞ্চলের শিল্প সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুত আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করতে চায়। এ লক্ষ্যে ৩০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাব সম্বলিত ডিপিপি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিসিকের চেয়ারম্যান আহম্মদ হোসেন খান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দির চৌধুরী প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ তৈরি করছে ‘নিতা টেম্পো’। ১৬ আসনের এ গণপরিবহনটি অত্যন্ত আরাম দায়ক, নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এর মধ্য দিয়ে এ অঞ্চলের গণপরিবহন বহরে যুক্ত হচ্ছে আধুনিক এ বাহন। সেই সঙ্গে কারখানায় কাজেরও সুযোগ সৃষ্টি হচ্ছে এ অঞ্চলের মানুষের। সরেজমিনে দেখা গেছে, কারখানার সব ধরনের অকাঠামো নির্মাণ এরই মধ্যে শেষ হয়েছে। নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ম্যানেজার প্রকৌশলী তš§য় ঘোষ জানান, প্রায় মাস চারেক আগে কারখানা স্থাপনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়। প্রতি মাসে অন্তত ৫০০টি করে ‘নিতা টেম্পো’ উৎপাদন করবে নিলয়-ওসমান মোটর ইন্ডাস্ট্রিজ। আপাতত ৮০ জন প্রশিক্ষিত কর্মীসহ এখানে কর্মরত রয়েছে ১০০ জন কর্মকর্তা-কর্মচারী।
×