ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুড়িয়ে মানুষ হত্যার দায়ে একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩৭, ৯ মার্চ ২০১৫

পুড়িয়ে মানুষ হত্যার দায়ে একদিন  তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৮ মার্চ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, বিএনপি নৈরাজ্য করে দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষকে কষ্ট দেবেন না। তিনি আরও বলেন, খালেদা জিয়া ভুল করেছেন, কেন দেশের মানুষ তার খেসারত দেবে। রবিবার মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেন, খালেদা জিয়া পাকিস্তানী প্রভুদের জন্য দেশে আজ এ কাজ করছেন। তিনি বলেন, পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা সন্ত্রাসী কর্মকা-। এ জন্য তাদের বিচারের কাঁঠ গড়ায় দাঁড়াতে হবে। হানিফ বলেন, বিএনপি-জামায়াত আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। দু’মাস অবরোধ-হরতাল দিয়ে দেশকে বিপর্যস্ত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, ২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না। কোন শক্তি নেই ’১৯ সালের আগে নির্বাচন করতে পারে । রবিবার উৎসব মুখর পরিবেশে মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন জেলার নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডঃ আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এস এম কামাল হোসেন, সুভাষ বোস, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, কামরুল লায়লা এমপি, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ। অন্যদিকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।
×