ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও প্রযোজনায় রিচি

প্রকাশিত: ০৫:৪৯, ৯ মার্চ ২০১৫

আবারও প্রযোজনায় রিচি

স্টাফ রিপোর্টার ॥ দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা নীলাঞ্জনা থেকে নাটক ও টেলিফিল্ম নির্মাণ শুরু করেছিলেন আট বছর আগে। মাসুদ হাসান উজ্জ্বলের নির্দেশনায় ‘কালো বরফ জমাট অন্ধকার’ নাটকটি নির্মাণের মধ্যদিয়ে ‘নীলাঞ্জনা’র যাত্রা শুরু হয়। এতে অভিনয় করেছিলেন মাহফুজ আহেেদ, রিচি সোলায়মান ও তানিয়া হাসেইন। এরপর বেশকিছু একক ও ধারাবাহিক নাটক নির্মিত হয় এই প্রযোজনা সংস্থা থেকে। নতুন বছরে রিচির প্রযোজনা সংস্থা থেকে নতুন ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ নির্মিত হতে যাচ্ছে। নাটকটি রচনা করেছেন অভিনেতা সোহান খান। এটি নির্দেশনা দেবেন রহমতুল্লাহ তুহিন। এবারই প্রথম রহমতুল্লাহ তুহিন রিচির প্রযোজনা সংস্থা থেকে নাটক নির্মাণ করতে যাচ্ছেন। রহমতুল্লাহ তুহিনের প্রসঙ্গে রিচি বলেন, তুহিন ভাই একজন সৎ মানুষ, পাশাপাশি একজন গুণী নির্মাতা। তাই অনেক ভেবেচিন্তে তাঁকে দিয়ে আমার নতুন ধারাবাহিক নাটকটি নির্মাণ করতে যাচ্ছি। কিন্তু আপনার প্রযোজিত নাটকগুলোতে এখন আর আপনাকে দেখা যায়না কেন এমন প্রশ্নের জবাবে রিচি বলেন, সত্যি বলতে কী অভিনয় ও প্রযোজনার আনুষঙ্গিক নানান বিষয়ের চাপ এখন আর নিতে পারি না। কারণ যখন অন্যের প্রযোজনায়-পরিচালনায় কাজ করি তখন শুধুই অভিনয়ে মনোযোগ দিতে পারি। কিন্তু নিজের প্রযোজনায় কাজ করতে গেলে অভিনয়ে পূর্ণাঙ্গ মনোযোগ দেয়া যায় না।
×