ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডনিতে দুই ভাই আটক

লন্ডনে নিখোঁজ তিন ছাত্রী আইএস নিয়ন্ত্রিত রাক্কায়

প্রকাশিত: ০৪:৩৬, ১০ মার্চ ২০১৫

লন্ডনে নিখোঁজ তিন ছাত্রী আইএস নিয়ন্ত্রিত রাক্কায়

ব্রিটেনের নিখোঁজ তিন স্কুলছাত্রী ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত সিরিয়ার রাকায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ দৈনিক স্কাই নিউজ এ দাবি করেছে। এদিকে অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে আইএসে যোগ দেয়ার চেষ্টায় সন্দেহভাজন দুই ভাইকে আটক করা হয়েছে। ১৬ ও ১৭ বছর বয়সী দুই ভাই কাস্টমস পার হওয়ার সময় সন্দেহ হয় বলে রবিবার দেশটির বহিরাগমন মন্ত্রী পিটার ডাটন জানিয়েছেন। খবর টেলিগ্রাফ ও বিবিসির। স্কাই নিউজ বলেছে, পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির শিক্ষার্থী শামীমা বেগম (১৫), খাদিজা সুলতানা (১৬) এবং আমিরা আবাসিকে (১৫) হয়ত আইএসের রাজধানী শহর রাকায় আগে থেকেই বসবাস করা ব্রিটিশ নারীরা গ্রহণ করেছে। তবে এই তিনজন আইএসে পেঁৗঁছেছে, এ খবরে নিশ্চিত করেনি পুলিশ। গত ১৭ ফেব্রুয়ারি এই তিন ছাত্রী নির্খোজ হয় এবং ওইদিনই তারা লন্ডনের গ্যাটইউক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওয়ানা হয়। অস্ট্রেলীয় মন্ত্রী ডাটন বলেছেন, ওই দুই ভাই যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে যাওয়ার চেষ্টা করছিল। ১৬ ও ১৭ বছরের এই দুই ভাই এখনও শিশু, তারা খুনী নয়। নেমতসভকে খুনে জড়িত থাকার কথা স্বীকার সাবেক পুলিশের রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমতসভকে খুনের দায়ে দুইজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাদের একজন চেচনিয়ার পুলিশের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং তিনি খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রুশ কর্মকর্তারা রবিবার এ কথা জানিয়েছেন। মস্কোর এক আদালতে ওই দুজনসহ মোট পাঁচজনকে হাজির করে পুলিশ। তারা সবাই জাতিগতভাবে চেচনীয়। বিচারক নাতালিয়া মুশনিকোভা পাঁচজনকেই পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোর রেড স্কয়ারের পাশে নিজ বাড়িতে ফেরার সময় ক্রেমলিনের অদূরে একটি সেতুতে খুন হন নেমতসভ। খুনীরা একটি গাড়িতে করে এসে পেছন থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। -ওয়েবসাইট
×