ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জমে উঠল ‘বি’এর লড়াই, অবশিষ্ট ম্যাচগুলো

পুল ‘এ’র চার কো. ফাইনালিস্ট চূড়ান্ত

প্রকাশিত: ০৬:১৪, ১০ মার্চ ২০১৫

পুল ‘এ’র চার কো. ফাইনালিস্ট চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ছোট হয়ে এলো বিশ্বকাপের পরিধি। কাল বাংলাদেশের কাছে হেরে গ্রুপ-পর্ব থেকেই বিদায় নিল কুলীন ইংল্যান্ড। পাশাপাশি পুল ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও শ্রীলঙ্কার। পুল ‘বি’এ অবশ্য অনেক হিসাব-নিকাশই এখনও বাকি! ৫ খেলার সবটিতে জিতে পুল ‘এ’র শীর্ষে সহ-আয়োজক নিউজিল্যান্ড (+৩.০৯০)। ৩ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট (৭) নিয়ে নেট রান রেটে (+১.৫৯৭) এগিয়ে থাকা অসিরা আছে দ্বিতীয় স্থানে। ঠিক একই অবস্থায় সমান পয়েন্টে (৭) তৃতীয় স্থানে বাংলাদেশ (-০.২১১)। ৪ খেলার সবটিতে হারা স্কটল্যান্ড আছে সাত দলের তলানিতে। বাকি সব দলই ৫টি করে ম্যাচ খেলেছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সমান ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শ্রীলঙ্কা (-০.১৫১)। শেষ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সুতরাং বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হারলে আর শ্রীলঙ্কা স্কটিশদের বিপক্ষে জিতলে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে যাবে লঙ্কানরা। চতুর্থ দল হিসেবে শেষ করলে কোয়ার্টারে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। আর নিউজিল্যান্ডকে হারিয়ে বা পয়েন্ট ভাগাভাগি করে তৃতীয় স্থানে থাকলে টাইগাররা পেতে পারে দক্ষিণ আফ্রিকাকে। পুল ‘এ’তে শ্রীলঙ্কা-স্কটল্যান্ড ১১ মার্চ, বাংলাদেশ নিউজিল্যান্ড ১৩ মার্চ, গুরুত্বহীন ইংল্যান্ড-আফগানিস্তান ১৩ মার্চ, অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ১৪ মার্চ মুখোমুখি হবে। অন্যদিকে পুল ‘বি’ থেকে ৪ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ভারত (+২.২৪৬) ও ৫ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় ইতোমধ্যে কোয়ার্টার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা (+১.৪৬২)। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে কারা তাদের সঙ্গী হচ্ছে? সে হিসেবে জমিয়ে তুলেছে পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ! এক্ষেত্রে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে পাকিরা। তৃতীয় স্থানে থাকা মিসবাহদের ৫ খেলায় ৩ জয়ে পয়েন্ট ৬, নেট রান রেট – ০.১৯৪। ১৫ মার্চ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ওই ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ চতুর্থ স্থানে থাকা আইরিশরা এক ম্যাচ কম খেলেও পয়েন্ট সমান ৬, নেট রান রেট -০.৮২০। তার আগে আজ অবশ্য শীর্ষে থাকা ভারতকে মোকাবেলা করবে আইরিশরা। আয়ারল্যান্ড দুটি ম্যাচেই বড় ব্যবধানে হারলে ও ১৫ মার্চ নিজেদের শেষ খেলায় পুঁচকে আমিরাতকে উড়িয়ে দিলেই কেবল রেসে ফিরবে ওয়েস্ট ইন্ডিজ। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পুল ‘বি’এর পঞ্চম স্থানে থাকা ক্যারিবীয়দের নেট রান রেট -০.৫১১! এক অর্থে ক্রিস গেইল-ড্যারেন সামিদের কোয়ার্টার স্বপ্ন অনেকটাই ধূসর। ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, তাই অন্য ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকবে তারা। (আরও ধারণা পেতে পয়েন্ট টেবিল দেখুন।) কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে যথাক্রমে- (পুল ‘এ’ ১-পুল ‘বি’ ৪), (পুল ‘এ’ ২-পুল ‘বি’ ৩), (পুল ‘এ’ ৩-পুল ‘বি’ ২), ও (পুল ‘এ’ ৪-পুল ‘বি’ ১) এর মধ্যে।
×