ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে আয়োজন

প্রকাশিত: ০৭:০০, ১০ মার্চ ২০১৫

রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে, আগামী ১০ এপ্রিল। উপমহাদেশের অন্যতম এই সঙ্গীত সম্রাজ্ঞী বাংলাদেশের গর্ব রুনা লায়লার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনটি স্মরণীয় করে রাখতে উদ্যোগ নিচ্ছে, দেশের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় জমজমাট আয়োজনের মাধ্যমে দিনটি স্মরণ এবং বিশ্ব নন্দিত এই শিল্পীকে সম্মান জানানোর উদ্যোগ নিয়েছেন অল্টুরাজ এন্টারটেইনমেন্ট। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আগামী ১০ এপ্রিল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশের খ্যাতিমান শিল্পী-সাহিত্যিকদের উপস্থিতিতে উপমহাদেশের দুই বরেণ্য ব্যক্তি বিশেষ করে ভারতের বিখ্যাত গায়ক কে কে নামে পরিচিত কৃষ্ণ কুমার কুন্নাথ এবং পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ আফজাল খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানের টিকেট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন, অল্টুরাজ এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী ট্রাস্টের আয়োজনে ব্রিটিশ বাংলাদেশী ইয়াং ট্যালেন্ট এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন রুণা লায়লা। ইতোমধ্যে আমন্ত্রণ পেয়েছেন তিনি। আগামী ৩১ মার্চ যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল সুইটে বসবে এই আসর। অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন রুনা লায়লা। যুক্তরাজ্য সফর প্রসঙ্গে রুনা জানান, লন্ডনে আমার মেয়ে তানি থাকে। ইয়াং ট্যাল্টেন্ট অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি মেয়ে আর দুই নাতিকে দেখে আসব। তাই কাজের সঙ্গে বেড়ানো হবে। এবার সিলেটের গীতিকার-সুরকার রানা শেখ ব্রিটিশ বাংলাদেশী ইয়াং ট্যালেন্ট এ্যাওয়ার্ড পাচ্ছেন বলে জানা গেছে।
×