ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোমাবাজ-খুনীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না

প্রকাশিত: ০৭:৪০, ১০ মার্চ ২০১৫

বোমাবাজ-খুনীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না

সংসদ রিপোর্টার ॥ হরতাল-অবরোধের নামে নাশকতা-সহিংসতা ও জঙ্গীবাদী তৎপরতা চালানোয় বিএনপি-জামায়াত জোটের সমালোচনায় মুখর ছিলেন সংসদ সদস্যরা। বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তাঁরা বলেন, বোমাবাজ-খুনী ও জঙ্গীদের সঙ্গে কোন সংলাপ হতে পারে না। বোমাবাজদের কাছে আত্মসমর্পণ নয় বরং পরাজিত করতে হবে। সারাদেশে আজ দেশের জনগণই গণপ্রতিরোধ গড়ে তুলছে। সেদিন আর বেশি দূরে নয়, সরকারকে কিছু করতে হবে না। বিক্ষুব্ধ দেশের জনগণের গণপ্রতিরোধের মুখে সন্ত্রাসী-নাশকতাকারী ও বোমাবাজ এবং মানুষকে পুড়িয়ে হত্যার নির্দেশদাতা খালেদা জিয়ারা পালানোর পথ খুঁজে পাবে না। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সরকারী দলের ভূমিমন্ত্রী সামসুর রহমান শরীফ ডিলু, এস এম মোস্তফা রশিদী সুজা, টিপু মুন্সী, আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন, সাইমুন সরোয়ার কমল, আফতাব উদ্দিন সরকার, আয়েশা ফেরদৌস, টিপু সুলতান, লুৎফুন নেসা প্রমুখ। খালেদা জিয়াকে দেশের জনগণ ক্ষমতায় বসায় না, এই মনোকষ্ট থেকেই বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে হত্যা করছে।
×