ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি

প্রকাশিত: ০৪:২১, ১১ মার্চ ২০১৫

ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের  নিরাপত্তার প্রতি  হুমকি

যুক্তরাষ্ট্র সোমবার ভেনিজুয়েলাকে জাতীয় নিরাপত্তার প্রতি একটি হুমকি বলে ঘোষণা করেছে এবং তেলসমৃদ্ধ দেশটির ৭ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আদেশ দিয়েছে। এর মধ্য দিয়ে ২০১৩তে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা গ্রহণের পর থেকে দ্বিপক্ষীয় কূটনৈতিক বিরোধ চরম আকার ধারণ করল। প্রেসিডেন্ট বারাক ওবামা এই মর্মে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর ও জারি করেছেন। প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা বলেছেন, এতে ভেনিজুয়েলার জ্বালানি খাত কিংবা বৃহত্তর অর্থনীতিকে লক্ষ্যবস্তু করা হয়নি। তবে, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন শত্রু এবং ভেনিজুয়েলার প্রধান মিত্র কিউবার সঙ্গে আমেরিকার সম্পর্ক যে সময় স্বাভাবিক হওয়ার পথে রয়েছে তখন এই পদক্ষেপ ওয়াশিংটন ও কারাকাসের উত্তেজনাকর সম্পর্কে ইন্ধন জোগাবে। খবর ইয়াহু নিউজের। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এই নিষেধাজ্ঞাকে তাঁর সরকারকে উৎখাতের একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছেন। দু’ঘণ্টাব্যাপী বজ্রগম্ভীর ভাষণের শেষে মাদুরো বলেন, তিনি ‘সাম্রাজ্যবাদী’ হুমকি মোকাবেলায় আইনী ক্ষমতা চাইবেন। তিনি নিষেধাজ্ঞার আওতায় পড়া একজন কর্মকর্তাকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেছেন।
×