ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যু যখন আয়ের উৎস

প্রকাশিত: ০৫:৫২, ১২ মার্চ ২০১৫

মৃত্যু যখন আয়ের উৎস

ময়নাতদন্ত লাশ বহনের কাজ জীবিকা নির্বাহ করে ডোমরা। কখন ট্রেনে কাটা পড়ে বা অন্য কোন অপঘাতে মানুষের মৃত্যু আর তাদের আয়ের উৎস হবে, এ কাজের মধ্য দিয়েই যেখানে লাশ রাখা হয়, সেখানেই খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাত কাটাতে হয় ডোমদের। কোন ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পায় না তারা, এমনকি তাদের কোন রাষ্ট্রীয় স্বীকৃতিও নেই। ছবিটি ঢাকা কমলাপুর মর্গ থেকে তোলেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×