ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০১, ১২ মার্চ ২০১৫

নিউজিল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে বাংলাদেশ। তাও এক ম্যাচ হাতে রেখেই। এবার বাংলাদেশের সামনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকেও হারাতে চায় বাংলাদেশ। কিউইদের হারিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামতে চায় মাশরাফিবাহিনী। বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ রুয়ান কালপাগেই এমন আশাবাদের কথা জানিয়েছেন। বলেছেন, ‘আমরা কিছু প্রমাণ করেছি। ছেলেরা তাদের কাজ ঠিকমতোই করেছে। এখন আমরা শেষ ম্যাচে জিতেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামতে চাই।’ টাইগাররা নিজেদের প্রমাণ করেছে দারুণভাবে। সব সমালোচনার জবাবও দিয়েছে। এমন জবাবই দিয়েছে কোয়ার্টার ফাইনালে গেছে অস্ট্রেলিয়ার মাটিতে খেলে। যারা বাংলাদেশকে নিয়ে সবসময়ই সমালোচনায়মুখর থাকে। আবার এমন এক দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে। যারা বাংলাদেশকে সবসময়ই দুর্বল দল মনে করে এবং পাত্তা দিতে চায় না। সেই দলটি হচ্ছে ইংল্যান্ড। বাংলাদেশ এখন প্রমাণ করেছে তারা শক্তিশালী এক দল এ বিশ্বকাপে। একটি মাত্র ম্যাচ হেরেছে। আর ইংল্যান্ডকে শাসরুদ্ধকর ম্যাচে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছে ইংলিশদের। এখন বাংলাদেশ চাইছে শেষ ম্যাচটায় জিতেই কোয়ার্টার ফাইনালে খেলতে নামতে। নিউজিল্যান্ডকে তাই কঠিন সময় উপহার দিতে চায় বাংলাদেশ। রুয়ান কালপাগে যেমন বলেছেন, ‘শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হাল ছাড়বে না টাইগাররা। ছাড় দেবে না সহজে।’ সঙ্গে যোগ করেছেন শ্রীলঙ্কার এ সাবেক স্পিন অলরাউন্ডার, ‘আমরা যখন এখানে আসি তখন প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন কোয়ার্টার ফাইনালে। দারুণ সন্তোষজনক ব্যাপার তা।’ শেষ ম্যাচে বাংলাদেশ জিতলে ভারতের সঙ্গে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল ম্যাচ এড়াতে পারবে। এ জন্যও নিউজিল্যান্ডকে বাংলাদেশের হারানো দরকার। আর নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের স্পিন পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ৫ ম্যাচের ৫টিতে আধিপত্য দেখিয়ে জেতা নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটা সহজ হবে না। তারপরও প্রত্যয়ী কালপাগে। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম খেলেন কালপাগে। সেই বিশ্বকাপে হ্যামিল্টনেই নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম উইকেট নেন কালপাগে। তাই বাংলাদেশ স্পিনারদের নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী এ কোচ। নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা বিশেষ করে ম্যাককালাম স্পিনে দুর্বল। তাই কালপাগে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসরা এই মুহূর্তে অপরাজিত। কিন্তু আমাদের ছেলেরা আত্মবিশ্বাসী এবং তৈরি। বাংলাদেশ দলে ঢোকা নতুন প্রতিভাবানরাও স্পিনে ভাল করছে। এখানে নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই প্রথম উইকেট পেয়েছিলাম। তাই আমি নিশ্চিত, এখানে স্পিনাররা ভাল করবে।’ নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম পুরো টুর্নামেন্টেই আগ্রাসী ক্রিকেট খেলছেন। তিনটি ফিফটি করেছেন। কোন প্রতিপক্ষকেই সমীহ করছেন না। কিন্তু তার ব্যাপারে পরিকল্পনা আছে বাংলাদেশের। কালপাগে বলেছেন, ‘আমাদের বোলারদের জন্য কাজটা কঠিন হবে। কিন্তু আমাদের একটা পরিকল্পনা আছে তার জন্য। ব্র্যান্ডন (ম্যাককালাম) ও কেনকে (উইলিয়ামসন) দ্রুত আউট করতে চাই আমরা।’ অবশ্য বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির মধ্যেও বিপদ দেখছেন কালপাগে। বলেছেন, ‘সে প্রমাণ করেছে যে সেই বিশ্বের সেরা স্পিনার। ৩০০ উইকেট পেয়েছে সে। তাকে দলে পেয়ে খুশি নিউজিলান্ড। ডান হাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বেশি কার্যকর সে। আমাদের ডান হাতি ও বাঁ হাতির মিশ্রণ আছে। সুতরাং কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে একটা পরীক্ষাই দিতে হবে।’
×