ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হেরেও কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:০৩, ১২ মার্চ ২০১৫

হেরেও কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময় কাকে বলে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কিছুতেই হারের গ-ি থেকে বের হতে পারছে না! স্প্যানিশ লা লীগায় হারের পর এবার নিজেদের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও হেরেছে গ্যালাক্টিকোরা। সান্টিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অতিথি জার্মান ক্লাব শালকে জিরো ফোরের কাছে ৪-৩ গোলে হার মানে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। তবে এই হারের পরও কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে কার্লো আনচেলত্তির দল। আর দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিতে হয়েছে শালকেকে। কারণ দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদের জয় ৫-৪ গোলের ব্যবধানে। এর আগে প্রথম লেগের ম্যাচে শালকের মাঠে রিয়াল জিতেছিল ২-০ গোলে। সুইস ক্লাব এফসি বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে পর্তুগীজ ক্লাব এফসি পোর্তোও। দুই লেগ মিলিয়ে পোর্তোর জয় ৫-১ গোলে। শালকের কাছে হারলেও ম্যাচে জোড়া গোল করে অনন্য রেকর্ড গড়েছেন রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউরোপীয় ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা এখন বর্তমান ফিফা সেরা ফুটবলার। এক্ষেত্রে তিনি টপকে গেছেন সাবেক রিয়াল তারকা রাউল গঞ্জালেসকে। রিয়াল ও শালকের সাবেক তারকা রাউল ২০১১-১২ মৌসুমে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে রেকর্ডটি গড়েছিলেন। ইউরোপীয় ক্লাব ফুটবলে রোনাল্ডোর গোল এখন ৭৮। আর সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউলের গোলসংখ্যা ৭৭টি। এই তালিকার তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৭৬টি। ঘরের মাঠের এই লড়াইয়ে রেকর্ড ছোঁয়া ও রেকর্ড গড়া দুটি গোলই সি আর সেভেন করেন প্রথমার্ধে। ম্যাচের ২৫ মিনিটে টনি ক্রুসের কর্নারে হেড করে প্রথম গোলটি করেন তিনি। আর ৪৫ মিনিটে বামপ্রান্ত থেকে স্বদেশী ডিফেন্ডার ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে ফের হেড করে রেকর্ড গড়া গোলটি করেন রোনাল্ডো। ম্যাচে আরও একটি রেকর্ড স্পর্শ করেন পর্তুগীজ মহাতারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মেসিকে ছুঁয়েছেন তিনি। দুজনেরই গোলসংখ্যা এখন ৭৫টি করে। মৌসুমের শুরুতে কিন্তু সর্বোচ্চ গোলের দৌড়ে এগিয়ে ছিলেন সি আর সেভেনই। কিন্তু বার্সা ডায়মন্ড হ্যাটট্রিক করে অনেকটা আকস্মিকভাবেই সবার ওপরে চলে যান। তবে দু’জনইকে রাউল গঞ্জালেসকে ছাড়িয়ে যাওয়ায় এখন শীর্ষ গোলদাতার লড়াইটি দারুণভাবে জমে উঠেছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। চ্যাম্পিয়ন্স লীগে টানা ১০ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পেয়েছে রিয়াল। এক সপ্তাহের ব্যবধানে লা লীগায় দুইবার অঘটনের শিকার হওয়া রিয়ালের আক্রমণভাগ শালকের বিরুদ্ধেও শুরুতে ছিল ছন্দহীন। যে কারণে স্বাগতিকদের ওপর চেপে বসে সফরকারী শালকে। ২০ মিনিটে শালকে এগিয়ে যাওয়ার পর ম্যাচ জমে ওঠে। শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। একপর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচটি ড্রর দিকে এগোচ্ছে। কিন্তু ৮৪ মিনিটে শালকের হয়ে হান্টেলার নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোল করলে হারের জ্বালা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
×