ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিনজেনটা ফটোগ্রাফি এ্যাওয়ার্ড পেল রাসেল

প্রকাশিত: ০৬:১৭, ১২ মার্চ ২০১৫

সিনজেনটা ফটোগ্রাফি এ্যাওয়ার্ড পেল রাসেল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ছেলে রাসেল চৌধুরী পেল বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক কৃষি সংস্থার সিনজেনটা ফটোগ্রাফি এ্যাওয়ার্ড-২০১৫। পানি সঙ্কট শীর্ষক এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলে রাসেল পেয়েছে প্রফেশনাল কমিশন ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার। তার ছবির শিরোনাম ছিল ‘বেপরোয়া নগরায়ন’। এ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে আমেরিকান ফটোগ্রাফার মোস্তফা আব্দুল আজীজ। দুই হাজারেরও বেশি পেশাদার ফটোগ্রাফার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার লন্ডনে এ পুরস্কার ঘোষণা করা হয়। মোট ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। উন্মুক্ত ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন জার্মান ফটোগ্রাফার বেনেটিক্ট পারটেনহেইমার। প্রাইম ব্যাংকের ডিএমডি তৌহিদুল আলম খান সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। ২২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাখা ব্যাংকিং, সিন্ডিকেশনস ফাইন্যান্সিং, কর্পোরেট ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং, ক্ষুদ্র ঋণ, গ্রীন ব্যাংকিং, সাসটেইনেবল রিপোর্টিং এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার উপর অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দেন। -বিজ্ঞপ্তি
×