ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ও নিউজিল্যান্ড উত্তেজনার ম্যাচ আজ

প্রকাশিত: ০৬:০১, ১৩ মার্চ ২০১৫

বাংলাদেশ ও নিউজিল্যান্ড উত্তেজনার ম্যাচ আজ

মিথুন আশরাফ ॥ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আজ যেখানে, সেই হ্যামিলটনে মুষলধারে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। তাই আজকের ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা থাকছেই। শেষ পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে হ্যামিলটনের সেডন পার্কে বাংলাদেশ সময় সকাল সাতটায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে। দুই দলই এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। দুই দলই আবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও খেলতে নামবে। ম্যাচটিতে উভয় দলই আবার জিততে চায়। বাংলাদেশ এখন পর্যন্ত ৭ পয়েন্ট পেয়েছে। গ্রুপ পর্বে ৩ ম্যাচে জিতেছে, ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পেয়েছে। আফগানিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। আজ বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলটি একটি ম্যাচেও এখন পর্যন্ত হারেনি। ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর পর আফগানিস্তানকে হারায় নিউজিল্যান্ড। আজ ম্যাচটি যদি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সবাই চায় ম্যাচটি হোক। নিউজিল্যান্ড স্বাগতিক দল। খেলা আবার নিউজিল্যান্ডেই। প্রতিপক্ষও এ বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল। পয়েন্ট তালিকার শীর্ষেও আছে, এখন পর্যন্ত অপরাজিতও আছে। বাংলাদেশের জেতা কঠিনই। এরপরও আশা তো থাকেই। বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে সেই আশাই করছেন। বলেছেন, ‘আমরা তাদের (নিউজিল্যান্ডের) শক্তি সম্পর্কে জানি। ভাল বোলিং আক্রমণও আছে। আমরা যদি ভাল শুরু করতে পারি, তাহলে ইতিবাচক রেজাল্ট আসবে। আমাদের অবশ্যই মোমেন্টাম ধরে রাখতে হবে। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল, যা অর্জন হয়েছে। ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। যা পরের ম্যাচগুলোতে কাজে দেবে। সামনে আমাদের বড় বড় দলের বিপক্ষে খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি আমরা।’ নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামও জয় ছাড়া কিছুই ভাবতে রাজি নন। বলেছেন, ‘জয় ছাড়া কিছুই ভাবতে চাই না। সামনে শুধু জয়ই পেতে হবে। আমাদের অন্য কিছু ভাবার সময় নেই। শুধু জিততেই চাই। এটিই গুরুত্বপূর্ণ। আমাদের সামর্থ্য আছে ২০০ রানের নিচে (বাংলাদেশকে) বেঁধে ফেলার। যদি প্রথমে ব্যাটিং করি তাহলে ৩০০ রানের ওপরে করার সামর্থ্যও আছে।’ ম্যাককুলাম যেন হুঙ্কারই দিলেন। এরপরও যদি বাংলাদেশ ম্যাচটিতে জিতে যায় ৯ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যাবে। শনিবার যদি স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতে তখন আবার অস্ট্রেলিয়া ৯ পয়েন্ট পাবে। রানরেটে তখন তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ। তখন কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আর যদি আজকের ম্যাচটি হেরে যায় বাংলাদেশ, গ্রুপ ‘এ’ থেকে চতুর্থ দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে খেলবে। তখন মেলবোর্নে ১৯ মার্চ ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচের ৭টিতেই হেরেছে নিউজিল্যান্ড। সব ম্যাচই অবশ্য বাংলাদেশের মাটিতে হয়েছে। এরপরও বাংলাদেশের বিপক্ষে যে হারের দুঃখস্মৃতি আছে তা ভর করে বসলে কিউইরা চাপে হেরেও যেতে পারে। যদি নিউজিল্যান্ড হেরে যায় সেই ১৯৭৫ সাল থেকে বিশ্বকাপ খেলে যে কখনই অপরাজিত থেকে গ্রুপ পর্ব থেকে পরের পর্বে যেতে পারেনি নিউজিল্যান্ড, সেই ইতিহাস বজায় থাকবে। আর যদি নিউজিল্যান্ড জিতে যায় তখন অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে খেলবে নিউজিল্যান্ড। হারলেও অবশ্য দলটি শীর্ষস্থান থেকে ছিটকে পড়বে না। কোয়ার্টার ফাইনালে যে ২১ মার্চ ওয়েলিংটনে ‘বি’ গ্রুপের চতুর্থ সেরা দলটি নিউজিল্যান্ডের প্রতিপক্ষ থাকবে, তা নিশ্চিত হয়ে গেছে। সেই দলটি যে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে, তাও এক রকম নিশ্চিতই। যখন বাংলাদেশ-নিউজিল্যান্ড নিয়ে এতসব হিসাব-নিকাশ হচ্ছে তখন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৬ রানের বিশাল জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ৯৯, বেহারডিয়ানের অপরাজিত ৬৪ রানে ৬ উইকেটে ৫০ ওভারে ৩৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৭.৩ ওভারে ১৯৫ রান করতেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটিতে ভিলিয়ার্স আবার বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন। বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেনের (১৮টি ছক্কা) সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল। ভিলিয়ার্স হাঁকান ২০টি ছক্কা!
×