ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী টাইগার কোচ হাতুরা

প্রকাশিত: ০৬:৪০, ১৩ মার্চ ২০১৫

আত্মবিশ্বাসী টাইগার কোচ হাতুরা

জিএম. মোস্তফা ॥ ইতোমধ্যেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষে ম্যাচে আজ আবারও মাঠে নামছে টাইগাররা। প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। ‘এ’ গ্রুপের একমাত্র দল যারা বিশ্বকাপের সব ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকেটও নিশ্চিত করে ফেলেছে ব্ল্যাক ক্যাপসরা। তবে গ্রুপের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে মোটেই ভীত নন বাংলাদেশের কোচ হাতুরাসিংহে। এ বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোচ হাতুরাসিংহে বলেন, ‘আমাদের মধ্যে কোন ধরনের ভয় নেই। এ কথাটা বিশ্বকাপের শুরু থেকেই দলের সকলের সঙ্গে বলাবলি হয়েছে। গ্রুপ পর্বের বাধা পেরুতে পারব কী না সেই ভয় যদি আমাদের থাকত তাহলে নিশ্চিত আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারতাম না। স্বাধীনভাবে খেলাটাই ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আমাদের দারুণভাবে সহায়তা করেছে। শুধু ইংল্যান্ড কেন? স্কটল্যান্ডও তো আমাদের বিপক্ষে তিন শতাধিক রানের টার্গেট ছুড়ে দিয়েছিল কিন্তু সেটাও আমরা খুব সহজে অতিক্রম করতে পেরেছি। আমি মনে করি, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হওয়াটা কোন চাট্টিখানি কথা নয়।’ আসলেই তো তাই! দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা ছাড়াও এই গ্রুপেই ছিল ইংল্যান্ড-আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত সব বাধা অতিক্রম করে প্রথমবারের মতো স্বপ্নের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে মাশরাফি বিন মর্তুজার দল। এ বিষয়ে হাতুরাসিংহে বলেন, ‘এ গ্রুপে দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে ছিল ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মতো দল। তাই এখান থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করাটা ছিল অগ্নিপরীক্ষার মতোই। তবে আমাদের বিশ্বাস ছিল। এখানে বড় একটি দলকে হারানোর পরিকল্পনা আগে থেকেই ছিল। আপনি যদি দেখতেন যে দলের আজকের প্রস্তুতি কেমন ছিল এবং কেমন অনুশীলন করেছে সেটাও বিস্ময়কর। ম্যাচের আগে অনুশীলনে কখনই ছেলেরা ক্লান্ত হয় না।’ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ম্যাচের সবটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। তাই স্বাভাবিকভাবে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। কিন্তু এবারের ব্যাপারটা ভিন্ন। ম্যাচটা অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের ঘরের মাঠ হ্যামিল্টনের সেডন পার্কে। তাই স্বাগতিক হওয়ার সুবিধাটা অতিরিক্ত আত্মবিশ্বাস যোগাতে পারে তাদের। তবে এটাও ঠিক যে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের দুর্দান্ত জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ এখন কন্ডিশন আর উইকেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কাজটা টুর্নামেন্টের শুরু থেকে বেশ দক্ষতার সঙ্গেই করে এসেছে। আর শেষ আট নিশ্চিত হয়ে যাওয়ায় বাড়তি কোন চাপও নিচ্ছে না মাশরাফি বিন মর্তুজার দল। ইংলিশদের হারিয়ে বুধবার সকালেই হ্যামিল্টনে পৌঁছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিওবা বৃহস্পতিবার বৃষ্টির কারণে অনুশীলন ঠিকমতো করতে পারেনি সাকিব-মুশফিকরা। তারপরও সংবাদমাধ্যমের সামনে স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগের আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। কিন্তু তবুও প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ব্ল্যাক ক্যাপসরা এখনও বিশ্বকাপে হারেনি। তবে আমরাও আত্মবিশ্বাসী। আমরা সামনের দিকেই এগিয়ে আছি। ইংল্যান্ডের বিপক্ষে আমরা আমাদের সক্ষমতার বিষয়টি প্রমাণ করেছি। নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল খেলার জন্য আমরা মুখিয়ে আছি। দেখা যাক কী হয়।’ এদিকে বাংলাদেশের জন্য বড় ভয় ড্যানিয়েল ভেট্টরি। বিশ্বকাপের কিছুদিন আগেও তিনি দৃশ্যপটে ছিলেন না। কিন্তু বড় আসরেই আবারও স্বরূপে ফেরেন তিনি। আর চলতি এই টুর্নামেন্টেই নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে তিন শ’ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন ভেট্টরি। তবে বরাবরই ড্যানিয়েল ভেট্টোরির প্রিয় প্রতিপক্ষের নাম বাংলাদেশ হলেও কোন ধরনের দুশ্চিন্তা নেই বাংলাদেশের। এ বিষয়ে বাংলাদেশের স্পিন বোলিং রুয়ান কালপাগে বলেন, ‘ভেট্টরি বিশ্বের সেরা স্পিনারদের একজন। আমি জানি সে ভাল খেলার জন্য মুখিয়ে আছে। আমাদের দলেও ডানহাতি বাঁহাতি ব্যাটসম্যান আছে।’
×