ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিচির শূটিংবাড়ি

প্রকাশিত: ০৪:০৬, ১৪ মার্চ ২০১৫

রিচির শূটিংবাড়ি

স্টাফ রিপোর্টার ॥ দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের শূটিংবাড়ি ‘নীলাঞ্জনা’র যাত্রা শুরু হয়েছে । গত বৃহস্পতিবার তাঁর নিজের প্রযোজনা সংস্থা ‘নীালাঞ্জনা’ থেকে নতুন ধারাবাহিক নাটকের শূটিংয়ের মাধ্যমে এ শূটিং বাড়িতে কাজ শুরু হয়েছে। সেখানে রহমতুল্লাহ তুহিনের পরিচালিত ‘যখন কখনো’র শূটিং শুরু হয়। শূটিংবাড়ি এবং নতুন ধারাবাহিক নাটকের যাত্রা উপলক্ষে ধারাবাহিক নাটকের শিল্পী, কলাকুশলীদের উপস্থিতিতে কেক কাটা হয়। নতুন ধারাবাহিক নাটক ‘যখন কখনো’ ও শুটিংবাড়ি উদ্বোধনের সময় রিচি এবং রিচির মা’সহ আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, ফেরদৌসী মজুমদার, আবুল হায়াত, আফরোজা বানু, ইন্তেখাব দিনার, রহমতুল্লাহ তুহিন, মারজুক রাসেল, রওনক হাসান, জাকিয়া বারী মম, নাটকের নাট্যকার সোহান খান, সাদিয়া জাহান প্রভা, মনোজ, প্রসূণ আজাদ, ক্যামেরাম্যান আসাদসহ আরও অনেকে। রিচি বলেন, মনের মতো শূটিংবাড়ি খুব কমই পাওয়া যায়। সবার সবদিক বিবেচনা করে উত্তরার ৭ নম্বর সেক্টরের, ৩৪ নম্বর রোডের ১২নং বাড়িতে শূটিংবাড়ি প্রতিষ্ঠিত করেছি। এখন থেকে নিয়মিত শূটিংয়ের জন্য এই বাড়িটি ভাড়া দেয়া হবে। পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান, এই ধারাবাহিকে ফেরদৌসী মজমুদারের দুই ছেলের ভূমিকায় অভিনয় করছেন ইন্তেখাব দিনার ও রওনক হাসান। পাশাপাশি ধারাবাহিক নাটকে প্রথমবারের মতো অভিনয় করছেন প্রসূণ আজাদ।
×