ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ॥ উত্তেজনা

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ মার্চ ২০১৫

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ॥ উত্তেজনা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। উভয় সীমান্তে বিজিবি ও বিএসএফের অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, শুক্রবার বিকেলে ভারতের মুড়িখাওয়া সীমান্ত ফাঁড়ির ১০-১২ সশস্ত্র বিএসএফ সদস্য সীমান্তের সিদ্দিকনগর গ্রামে ঢুকে পড়ে। তারা গ্রামের লোকজনদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার জন্য টানাহেঁচড়া ও গুলি করার ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। বিএসএফের অনুপ্রবেশের খবর পেয়ে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। অবস্থা বেগতিক দেখে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় বিএসএফ সদস্যগণ একটি ওয়াকিটকি ফেলে যায়। খবর পেয়ে তেঁতুলিয়া বিজিবি ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওয়াকিটকিটি উদ্ধার করে।
×