ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন

প্রকাশিত: ০৪:৫৯, ১৪ মার্চ ২০১৫

সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সারাদেশে সন্ত্রাসবিরোধী রাজু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বর সংলগ্ন শহীদ মঈন হোসেন রাজু স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে রাজুকে স্মরণ করা হয়। এ সময় ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্র জোট, রাজু সংসদ, রাজুর পরিবার, রাজুর মিছিলের বন্ধুরা, ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন ও পরিবেশ বীক্ষণ প্রভৃতি সংগঠনের পক্ষ থেকে ফুল দেয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালন করা হয়। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাকী আক্তারের সঞ্চালনায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ পর্বটি পরিচালিত হয়। এ সময় আরও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা জেলা সংসদ এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় সংসদ। ১৯৯২ সালের এই দিনে সন্ত্রাসবিরোধী মিছিলে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শহীদ হন মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেয়া ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু।
×