ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি বাস চালু ॥ আনন্দের বন্যা

প্রকাশিত: ০৪:০৬, ১৫ মার্চ ২০১৫

মুন্সীগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি বাস চালু ॥ আনন্দের বন্যা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ-ঢাকা রুটে প্রথমবারের মতো বিআরটিসি বাস চালু হয়েছে। শনিবার দুপুরে এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, বিআরটিসির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান। এর আগে জেলা প্রশাসকের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন। মুন্সীগঞ্জবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবি বিআরটিসির এসি বাস সার্ভিস চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ। এতে আনন্দের বন্যা বইছে মফস্বল শহরটিতে। মুন্সীগঞ্জের পুরনো বাসস্ট্যান্ড হতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ছেড়ে যাবে এই বাস। আর ঢাকার গুলিস্থান আনন্দ কাউন্টার হতে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মুন্সীগঞ্জের উদ্দেশ্যে এই বাস ছেড়ে আসবে। এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭৫ টাকা। তবে পাগলা দিয়ে যাতায়াত করলে এই ভাড়া হ্রাস পাবে। বরিশালে সৌন্দর্য হারাচ্ছে নগরী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বছর পাঁচেক পূর্বে রোপিত বরিশাল সিটি করপোরেশন এলাকার লক্ষাধিক সৌন্দর্যবর্ধক গাছ একবছরের ব্যবধানে এখন বুঝতে পেরেছে, তাদের রোপণ ও পরিচর্যার একমাত্র উদ্যোক্তা শওকত হোসেন হিরণ আর বেঁচে নেই। যে কারণে পরিচর্যার অভাবে ইতোমধ্যে অনেক স্থানের গাছ শুকিয়ে মরে যাচ্ছে। যেগুলো আছে সেগুলোরও মর মর অবস্থা। সরেজমিনে দেখা গেছে, নগরীর নবগ্রাম সড়কের সড়ক-বিভাজনে এর মধ্যে রোপিত অধিকাংশ সৌন্দর্যবর্ধক গাছ মরে গেছে। পানির অভাবে অবশিষ্ট গাছগুলোর শাখা-প্রশাখা শুকিয়ে গেছে। এ ছাড়া নগরীর বিবিরপুকুর পাড়, মুক্তিযোদ্ধা পার্ক, রাজাবাহাদুর সড়ক ও বঙ্গবন্ধু উদ্যানের গাছগুলোর অবস্থাও একই রকম। নগর সৌন্দর্য রক্ষা কমিটির সদস্য কাজী এনায়েত হোসেন অভিযোগ করে বলেন, সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণ নগরীর সৌন্দর্য রক্ষায় বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী অসংখ্য গাছ লাগিয়েছেন। বর্তমানে সঠিকভাবে পরিচর্যা না করায় গাছগুলো মরে নগরী সৌন্দর্য হারাচ্ছে। সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলিসহ মহিলা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ১৪ মার্চ ॥ আদমজীর র‌্যাব-১১ ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও ২টি নতুন চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ সময় র‌্যাব সদস্যরা সুমাইয়া আক্তার ওরফে মুন্নি (২২) নামে এক মহিলাকে গ্রেফতার করে। র‌্যাব শুক্রবার রাত আড়াইটায় এনায়েতনগর চৌধুরী বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
×