ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার ধ্বংসাত্মক রাজনীতি এ দেশের মানুষ মেনে নেবে না ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:৫৮, ১৫ মার্চ ২০১৫

খালেদার ধ্বংসাত্মক  রাজনীতি এ দেশের  মানুষ মেনে  নেবে না ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৪ মার্চ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গী নেত্রী, পাকসখী, ভুজঙ্গিনী খালেদা জিয়া নিজের গায়ে নিজেই ছোবল দিয়ে মরবে। সে দিন আর বেশি দূরে নয়। খালেদা জিয়া দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মায়ে-পুতে মিলে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছেন। বাংলাদেশকে জঙ্গী সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছেন। তিনি এবং তার দল আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন। তার আমলে বিশেষ সম্প্রদায়ের মা-বোনসহ সাধারণ মানুষের ওপর নেমে ছিল অত্যাচারের বিভীষিকা। খালেদার রাজনীতি হলো হত্যা, সন্ত্রাস, ধ্বংস ও লুটপাটের রাজনীতি। কাজেই এ দেশের মানুষ খালেদা জিয়ার সন্ত্রাসী রাজনীতি প্রতিহত করতে বদ্ধপরিকর। অবরোধ, হরতাল, বোমা, পেট্রোলবোমা ও মানুষ মারার রাজনীতিকে এদেশের মানুষ আর চায় না। বিএনপির অত্যাচার, নির্যাতন, জ্বালাও, পোড়াও কর্মকা-ে বিশ্ব বিবেক আজ স্তম্ভিত। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। কৃষি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, যোগাযোগ ও অবকাঠামোর ক্ষেত্রে দেশ আজ ব্যাপকভাবে অগ্রসর হচ্ছে। কৃষিতে ধান উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। দেশের উৎপাদিত খাদ্য এখন বিদেশে রফতানি হচ্ছে। ২০১৯ সালের মধ্যে বিদ্যুত বিভাগের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য ধর্ণা দেবে। তিনি শনিবার বিকেলে নরসিংদী জেলা ১৪ দলের উদ্যোগে বিএনপি, জামায়াতের হরতাল, অবরোধ, পেট্রোলবোমায় মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি, পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, যুগ্ম দফতর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগী, ওয়ার্কার্স পার্টির সদস্য কামরুল আহসান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা এমএ গণী, ন্যাপের এ্যাডভোকেট শফিক আহমদ খান, সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া ও নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল প্রমুখ।
×