ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মহাদেশীয় দুই প্রতিপক্ষ

এবার ‘মোড়ল’ ভারতের সামনে টাইগাররা

প্রকাশিত: ০৬:০০, ১৫ মার্চ ২০১৫

এবার ‘মোড়ল’ ভারতের সামনে টাইগাররা

মিথুন আশরাফ ॥ বিশ্ব ক্রিকেট এখন নিয়ন্ত্রণ করে ‘বিগ-থ্রি’ অর্থাৎ ‘তিন মোড়ল’। সেই তিন মোড়ল কারা? সবারই জানাÑ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এদের মধ্যে প্রধান ‘মোড়ল’ হচ্ছে ভারত। বিশ্বকাপে এবার প্রধান মোড়লের বিপক্ষেই বাংলাদেশকে খেলতে হবে। বিধাতার ইশারায় হোক কিংবা নিজেদের যোগ্যতায়, গ্রুপ পর্বে দুই মোড়লের (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) কাছে হারেনি বাংলাদেশ। এবার কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মেলবোর্নে প্রধান মোড়লের কাছেও যদি হার না হয় বাংলাদেশের, তাহলে তো পুয়াবার। যে তিন মোড়ল বাংলাদেশের মতো দলগুলোকে হ্যায় প্রতিপন্ন করে আসছে, তাদের শিক্ষাও মিলে যাবে। ভারতের কাছে না হেরে সেই শিক্ষা দিতে পারবে বাংলাদেশ? বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনাল। এটা পূরণ হয়েছে। এখন অনেক কিছুই হতে পারে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে ভাবব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো মাথায় রাখলে কোয়ার্টার ফাইনালে আমরা দারুণ কিছু করতে পারব।’ অনেক কিছুই হতে পারে বলতেই ভারতকে হারানো যে সম্ভব, সেই ইঙ্গিতই দিয়েছেন সাকিব। শুধু সাকিব কেন, বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তো মনে করেন ভারতকে হারানো সম্ভব। বলেছেন, ‘আমরা যে কোন লড়াইয়ের জন্য প্রস্তুত। যে কোন দলকেই আমরা হারাতে পারি। আর ২০০৭-এর বিশ্বকাপে আমরা তো ভারতকে হারিয়েছিলাম।’ সেই হারের জ্বালায় এখনও পুড়ে ভারত। সেই হারেই তো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার দলটি ‘বি’ গ্রুপের সেরা দল। ছয় ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে। গ্রুপ পর্বে অপরাজিত থেকেই কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭৬ রানে হারিয়েছে ভারত। এরপর এক এক করে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে, সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে, আয়ারল্যান্ডকে ৮ উইকেটে ও সর্বশেষ শনিবার জিম্বাবুইয়েকে ৬ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেছে। সেই তুলনায় বাংলাদেশ ৬ ম্যাচে ৩ জয় ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে হারে। চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার আশা জাগায়। পঞ্চম ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দিয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে এসে নিউজিল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরে যায়। গ্রুপ পর্বের চতুর্থ দল হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। যেখানে দলটির প্রতিপক্ষ থাকছে বিশ্ব ক্রিকেটের প্রধান মোড়ল ভারত। ভারত এ বিশ্বকাপের শক্তিশালী দল হলেও কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ বলেই তাদের ভয় আছে। এর আগেও যে বড় টুর্নামেন্টে বিশ্বকাপের মতো আসরে ও এশিয়া কাপের মতো আসরে ভারতকে হারিয়ে বিদায় করে দিয়েছে বাংলাদেশ। এবারও যে তা হবে না তা কে বলতে পারে। তাই তো ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ভারতকে সতর্কবার্তাই দিয়েছেন। বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারতের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি সহজ হবে না এবং তারা (ধোনিরা) তাদের (মাশরাফিদের) হালকাভাবে না নিলে খুব ভাল করবে।’ বাংলাদেশকে প্রতিপক্ষ পেয়ে যে এখন আর হেলায় সময় কাটানোর দিন শেষ তা বুঝিয়ে দিয়েছেন গাভাস্কার। সেই যোগ্যতা বিশ্বকাপে দুর্দান্ত খেলেই অর্জন করে নিয়েছে বাংলাদেশ। টাইগাররা যে কতটা দুর্দান্ত খেলছেন, তা পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কণ্ঠেও শেষপর্যন্ত ঝড়েছে। যে রমিজ রাজা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের পর উল্টা পাল্টা বলেছেন, সেই রমিজ বলতে বাধ্য হয়েছেন, ‘২০১২ এশিয়া কাপে ভারত-শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে গিয়েই বাংলাদেশ নিজেদের চেনাতে পেরেছিল। তারা তখনই সবাইকে জানিয়ে দিয়েছিল, নিজেদের দিনে যে কোন দলকে হারাতে পারে তারা।’ ওয়াসিম আকরাম বলেন, ‘আমি বাংলাদেশী ক্রিকেটের খুব বড় ফ্যান। এই দেশটিতে ক্রিকেটের প্রতি মানুষের ভালবাসা আছে, দলটিতেও ভাল ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু নিজেদের চেনানোটাই বাকি ছিল তাদের। আমার মনে হয় বিশ্বকাপে সেই কাজটা তারা করেছে।’ ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক পেসার ইয়ান বিশপও মুগ্ধ বাংলাদেশ ক্রিকেটারদের নৈপুণ্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত আগস্টে যে বাংলাদেশ সিরিজ খেলেছিল, সেই দলের সঙ্গে এ দলের কোন মিলই খুঁজে পাচ্ছেন না। বলেছেন, ‘এই বাংলাদেশের শরীরী ভাষাই অন্য রকম। গত বছরের মাঝামাঝি সময় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া দলটির আত্মবিশ্বাসের সঙ্গে এই দলের কোন কিছুরই মিল নেই।’ কোয়ার্টার ফাইনালে ওঠার আত্মবিশ্বাস তো আছেই। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াকু হারেও আত্মবিশ্বাস বেড়ে গেছে। এখন এ আত্মবিশ্বাস বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করা প্রধান মোড়ল ভারতের বিপক্ষে কাজে লাগাতে পারলেই হয়। তিন মোড়লের দ্বিতীয় শক্তিধর মোড়ল ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারেনি। এবার প্রধান মোড়ল ভারতের সামনে বাংলাদেশ। জিতে গেলেই সেমিফাইনাল নিশ্চিত!
×