ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকদের হারানো অসম্ভব কিছু না ॥ পোর্টারফিল্ড

প্রকাশিত: ০৬:০৩, ১৫ মার্চ ২০১৫

পাকদের হারানো অসম্ভব কিছু না ॥ পোর্টারফিল্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে। একটিমাত্র ম্যাচ জিতলেই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরব অর্জন করবে দলটি। এর আগে ২০০৭ বিশ্বকাপে অবশ্য নিজেদের প্রথম অংশগ্রহণেই বিশ্ববাসীকে চমকে দিয়ে সুপার এইটে উঠেছিল দলটি। আজ পাকিস্তানকে হারালেই নিশ্চিত হবে শেষ আটে ওঠা। তবে এত কিছু নিয়ে ভাবছেন না দলটির অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিকে শুধুই ক্রিকেটীয় ময়দানে আরেক লড়াই হিসেবে দেখছেন। এ বিষয়ে পোর্টারফিল্ড জানান প্রতিপক্ষকে পরাজিত করার জন্য সার্বিক প্রস্তুতি থাকা জরুরী। পাকিস্তানকে হারানো কোন আশ্চর্যের কারণ হবে না বলে জানালেন পোর্টারফিল্ড। এবার প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে শুরু করেছিল আয়ারল্যান্ড। এরপর আরব আমিরাত ও জিম্বাবুইয়ের বিরুদ্ধে জিতেছে দলটি। তবে আজ পাকদের হারাতেই হবে। সেক্ষেত্রেই সম্ভব হবে গ্রুপ পর্ব অতিক্রম করা। এমন ‘ডু অর ডাই’ ম্যাচ নিয়েও বাড়তি কোন চিন্তা করছেন না আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। তিনি এটিকে শুধু আরেকটি ম্যাচ হিসেবেই বিবেচনা করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা শুধুই আরেকটি ম্যাচ। আর সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি। ফলাফলের দিক থেকে বিবেচনা করলে অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও অন্য যে কোন ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় এক্ষেত্রেও সেভাবেই প্রস্তুতি নেয়ার প্রয়োজন হয়ে পড়ে।’ এবার আরেক ক্রিকেট পরাশক্তি পাকদের মুখোমুখি হতে হবে। আর জয়ের কোন বিকল্প নেই দারুণ কিছু অর্জন করতে হলে। সেজন্য প্রতিপক্ষ হিসেবে কোন দল থাকছে সে বিষয়ে তেমন মাথাব্যথা নেই পোর্টারফিল্ডের। তিনি বলেন, ‘সব ম্যাচেই যে সামনে আসবে তারাই প্রতিপক্ষ। প্রস্তুত হতে হবে তাদের পরাজিত করার জন্য। আমি মনে করি না ম্যাচ থেকে কি বেরিয়ে আসবে তা আগেভাগেই চিন্তা করা উচিত। এতে করে নিজের ওপরই চাপ বেড়ে যায়। সে কারণে অন্য যে কোন ম্যাচের জন্য যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি সেভাবেই যদি স্বাভাবিক থেকে প্রস্তুত হতে পারি সেটা দলের জন্য খুব ভাল ব্যাপার হবে।’ ২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। সে কারণে এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে। নিজেদের নিয়ে দারুণ আত্মবিশ্বাসী পোর্টারফিল্ড। তিনি বলেন, ‘সেবার ছিল আমাদের প্রথম বিশ্বকাপ খেলার স্বাদ নেয়া। আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল বিশ্বকাপে আমাদের দ্বিতীয় ম্যাচ। অনেক দেশই আমাদের বিষয়ে খুব বেশি কিছু জানত না। কিন্তু ক্রিকেট খেলুড়ে জাতি হিসেবে গত ৮ বছরে আমরা বৃহৎ এক দল হিসেবে গড়ে উঠেছি। কাজেই ২০০৭ সালের মতো আবার যদি কাল (আজ) জিতে যায় সেক্ষেত্রে অবশ্যই সেটা বিস্ময়কর কিছু হবে না।’
×