ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূক ও বধিরদের জন্য...

প্রকাশিত: ০৬:২৫, ১৫ মার্চ ২০১৫

 মূক ও বধিরদের জন্য...

তুরস্কের ইস্তাম্বুলের বাসিন্দা মূক ও বধির মুহররম। বোন ওজালেমের সঙ্গে বৈচিত্র্যহীনভাবেই দিন কাটছিল তার। কিন্তু একদিন চমকে গিয়ে দেখেন পাড়ার সবাই কথা বলছেন তার ভাষায়, অর্থাৎ সাইন ল্যাঙ্গুয়েজে। প্রযুক্তি সংস্থা স্যামসাং ও লিও বারনেট অ্যাড এজেন্সি এক মাস ধরে মুহররমের পাড়ায় বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগিয়ে প্রতিবেশীদের এই ভাষা শেখায়। মূক ও বধিরদের জন্য স্যামসাংয়ের সচেতনতামূলক কর্মসূচীর অংশ এটি। -বিবিসি জন্মহার বাড়াতে ‘স্পীড ডেটিং’ জাপান জন্মহার বাড়াতে জীবনসঙ্গী খোঁজার জন্য ‘স্পীড ডেটিং’ এর মতো অনুষ্ঠানে উৎসাহ দেবে। কারণ শিশু জন্মের হার না বাড়ায় ২০২০ সালের মধ্যে বড় ধরনের সঙ্কটের মুখে পড়তে যাচ্ছে দেশটি। তাই সন্তান নিতে দম্পতিদের উৎসাহ দিতে বিনামূল্যে নার্সারিতে শিশু যতেœর ব্যবস্থা, নিঃসন্তান দম্পতিদের জন্য ফার্টিলিটি ক্লিনিক, পুরুষদের জন্য ‘পিতৃত্ব ছুটি’ বাড়ানোসহ নানা ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির এক খসড়া নীতিতে সুপারিশ করা হয়েছে। -বিবিসি
×